প্রিয় পরিবারের মা-বাবা তারিন-অপূর্ব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৫: ৫২

ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, সে ভাবনাই প্রকট হয়েছে নাটকের গল্পে। অপূর্ব ও তারিনকে দেখা যাবে মা-বাবার চরিত্রে। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘প্রিয় পরিবার’ নাটকের শুটিং। এতে অপূর্ব-তারিনের সঙ্গে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সৈয়দ জামান শাওন, মাখনুন সুলতানা মাহিমা, রুকাইয়া জাহান চমকসহ অনেকে। পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, অপূর্ব ও তারিন অভিনয় করছেন মা-বাবার ভূমিকায়। তাঁদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন শিল্পীকে।

অপূর্বর সঙ্গে অভিনয় এবং নাটকের গল্প প্রসঙ্গে বলতে গিয়ে তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। অপূর্ব এখন ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এ নাটকেও সে চেষ্টা দেখছি। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে। পরিচালকও বেশ সিরিয়াস কাজটি নিয়ে। যাঁরা আমাদের সন্তানের চরিত্রে অভিনয় করছেন, তাঁরাও আমাদের সঙ্গে একটা পারিবারিক আবহে সময় কাটানোর চেষ্টা করছেন। আসলে সবাই বেশ সিরিয়াসলি করছেন কাজটি। আমারও বিষয়টি খুব 
ভালো লেগেছে।’

অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি। তিনি নাটকে থাকা, পাশে থাকা মানেই আমার জন্য, আমাদের জন্য ভালো লাগার। কারণ, তিনি পাশে থাকা মানেই তাঁর কাছ থেকে নতুন কিছু শেখা। আমার অভিনয়জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
পরিচালক রুবেল হাসান জানিয়েছেন, ঈদ উপলক্ষে ক্লাব এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত