বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।
আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের।
‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।
মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।
আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের।
‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।
মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৩ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৪ ঘণ্টা আগে