বিনোদন ডেস্ক
অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।
অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।
কোভিড মহামারির পর এ বছর আবার প্রেক্ষাগৃহ চাঙা হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের হল ব্যবসায়ীরা। কারণ, এ বছর আবারও রুপালী পর্দায় আসতে যাচ্ছে ইতিহাস গড়া সাই–ফাই সিনেমা অ্যাভাটার, অন্যতম জনপ্রিয় ডিসি কমিক সুপারম্যান এবং সবচেয়ে বড় চমক টম ক্রুজের ‘শেষ’ মিশন ইম্পসিবল।
৭ ঘণ্টা আগেপ্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে গেল ব্যান্ডটির যাত্রা। সম্প্রতি হংকংয়ে এক কনসার্টে অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে নিউজিন্স, খবর বিবিসির।
৯ ঘণ্টা আগেচলতি বছর দ্য একাডেমি অ্যাওয়ার্ড অস্কারে সেরা ডকুমেন্টারির পুরস্কার জেতা ‘নো আদার ল্যান্ড’–এর ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন প্রামাণ্যচিত্রটির আরেক পরিচালক ও ইসরায়েলি সাংবাদিক ইয়ুভাল আব্রাহাম।
১০ ঘণ্টা আগেঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান।
১৪ ঘণ্টা আগে