অনলাইন ডেস্ক
তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
এ বছর সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। এ দম্পতি তাদের বিয়ের প্রথম ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬. ২০১৭) আমরা একে অপরের চোখে খাঁটি ভালোবাসা দেখেছিলাম এবং সেটিকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছে, যা এই মুহূর্তে আমাদের নিয়ে এসেছে, যেখানে আমাদের পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। ভালোবাসার জন্য, আশার জন্য এবং সবকিছু সুন্দর করার জন্য আমরা একসঙ্গে আছি, এখন থেকে চিরকাল পর্যন্ত।’
রাকুল প্রীত-জ্যাকি ভগনানি
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়ে সবদিক থেকেই ছিল আকর্ষণীয়। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। মেহেন্দি ডিজাইন থেকে রাকুলের মিউটেড লেহেঙ্গা পর্যন্ত, সবকিছুই মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।
পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা
কয়েক বছর প্রেম করার পর পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিল্লির আইটিসি গ্র্যান্ডে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। এ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিম্ন ও উচ্চ সব মুহূর্তে, শুধু তুমি। শুরুর থেকে শেষ পর্যন্ত, যখনই আমার হৃদয় ভিন্নভাবে ধ্বনিত হয়, তোমার কারণেই। ক্রমাগত ধারাবাহিকভাবে, নিরবচ্ছিন্নভাবে, শুধু তুমি।’
নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যর বিয়ে ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দুজন বিয়ে করেন হায়দরাবাদের বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা চৈতন্যর বাবা তেলেগু তারকা অক্ষয়েনি নাগার্জুন একগুচ্ছ ছবি নিয়ে এক্স-এ (পূর্বে টুইটার) আনন্দের খবরটি শেয়ার করেন।
অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি-সিদ্ধার্থ ৪০০ বছরের পুরোনো শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি শেয়ার করার সময় অদিতি লিখেছিলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারকা, পিক্সি সোলমেট হিসেবে চিরকালের জন্য, হাসির জন্য, কখনো বড় না হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো এবং জাদুর জন্য। মিসেস ও মিস্টার অডু-সিদ্ধু।’
কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল
কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।
লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন
সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাঁদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাঁদের বিয়ের ভেন্যু।
মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি
মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
আরতি সিং-দীপক চৌহান
আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন।
ইরা খান-নুপুর শিখরে
আমির খানের কন্যা ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের বিয়ের জন্য দুটি পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। তাদের কোর্ট ম্যারেজ জানুয়ারি মাসে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে সম্পন্ন হয়। এরপর দম্পতি উদয়পুরে একটি জমকালো পার্টির আয়োজন করেন।
সুরভি জ্যোতি-সুমিত সুরি
সুরভি জ্যোতি তার বিয়ের দিনে লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। তাঁর সঙ্গী সুমিত সুরি সাদা শেরওয়ানি পরেছিলেন। ‘ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য, ’ লিখেছেন সুরভি বিয়ের ভিডিও শেয়ার করার সময়।
সুরভি চাঁদনা-করণ শর্মা
সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’
তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
এ বছর সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। এ দম্পতি তাদের বিয়ের প্রথম ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬. ২০১৭) আমরা একে অপরের চোখে খাঁটি ভালোবাসা দেখেছিলাম এবং সেটিকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছে, যা এই মুহূর্তে আমাদের নিয়ে এসেছে, যেখানে আমাদের পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। ভালোবাসার জন্য, আশার জন্য এবং সবকিছু সুন্দর করার জন্য আমরা একসঙ্গে আছি, এখন থেকে চিরকাল পর্যন্ত।’
রাকুল প্রীত-জ্যাকি ভগনানি
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়ে সবদিক থেকেই ছিল আকর্ষণীয়। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। মেহেন্দি ডিজাইন থেকে রাকুলের মিউটেড লেহেঙ্গা পর্যন্ত, সবকিছুই মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।
পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা
কয়েক বছর প্রেম করার পর পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিল্লির আইটিসি গ্র্যান্ডে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। এ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিম্ন ও উচ্চ সব মুহূর্তে, শুধু তুমি। শুরুর থেকে শেষ পর্যন্ত, যখনই আমার হৃদয় ভিন্নভাবে ধ্বনিত হয়, তোমার কারণেই। ক্রমাগত ধারাবাহিকভাবে, নিরবচ্ছিন্নভাবে, শুধু তুমি।’
নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যর বিয়ে ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দুজন বিয়ে করেন হায়দরাবাদের বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা চৈতন্যর বাবা তেলেগু তারকা অক্ষয়েনি নাগার্জুন একগুচ্ছ ছবি নিয়ে এক্স-এ (পূর্বে টুইটার) আনন্দের খবরটি শেয়ার করেন।
অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি-সিদ্ধার্থ ৪০০ বছরের পুরোনো শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি শেয়ার করার সময় অদিতি লিখেছিলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারকা, পিক্সি সোলমেট হিসেবে চিরকালের জন্য, হাসির জন্য, কখনো বড় না হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো এবং জাদুর জন্য। মিসেস ও মিস্টার অডু-সিদ্ধু।’
কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল
কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।
লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন
সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাঁদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাঁদের বিয়ের ভেন্যু।
মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি
মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
আরতি সিং-দীপক চৌহান
আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন।
ইরা খান-নুপুর শিখরে
আমির খানের কন্যা ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের বিয়ের জন্য দুটি পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। তাদের কোর্ট ম্যারেজ জানুয়ারি মাসে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে সম্পন্ন হয়। এরপর দম্পতি উদয়পুরে একটি জমকালো পার্টির আয়োজন করেন।
সুরভি জ্যোতি-সুমিত সুরি
সুরভি জ্যোতি তার বিয়ের দিনে লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। তাঁর সঙ্গী সুমিত সুরি সাদা শেরওয়ানি পরেছিলেন। ‘ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য, ’ লিখেছেন সুরভি বিয়ের ভিডিও শেয়ার করার সময়।
সুরভি চাঁদনা-করণ শর্মা
সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’
দক্ষিণ ইন্ডাস্ট্রির গ্ল্যামার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যাঁর মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষ। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় থাকেন আলোচনায়। সম্প্রতি প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিয়ে নিয়ে আবারও আলোচনায় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেজনপ্রিয় সিনেমার সিক্যুয়াল হিসেবে নয়, বরং সিনেমাকে ঘিরে দুই মৃত্যু, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা এবং তাঁর একদিনের কারাবাস নিয়ে তুমুল চর্চা চলছে। এসবের মধ্যে বক্স অফিস কাঁপিয়ে চলছে ‘পুষ্পা ২’। মাত্র ১৬ দিনেই আয় হাজার কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, ‘পুষ্
৯ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ। সংগীতে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান এবং সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ। ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ
১১ ঘণ্টা আগে২৮ ডিসেম্বর ২০২৪ থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হল নাটক মঞ্চায়নের জন্য উন্মুক্ত করা হবে। সেই সঙ্গে নতুন নাম দেওয়া হচ্ছে শিল্পকলার সাতটি মিলনায়তনের। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে প্রদর্শিত স্ট্যান্ডআপ কমেডি অনুষ্
১২ ঘণ্টা আগে