
তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।

সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
এ বছর সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। এ দম্পতি তাদের বিয়ের প্রথম ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬. ২০১৭) আমরা একে অপরের চোখে খাঁটি ভালোবাসা দেখেছিলাম এবং সেটিকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছে, যা এই মুহূর্তে আমাদের নিয়ে এসেছে, যেখানে আমাদের পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। ভালোবাসার জন্য, আশার জন্য এবং সবকিছু সুন্দর করার জন্য আমরা একসঙ্গে আছি, এখন থেকে চিরকাল পর্যন্ত।’

রাকুল প্রীত-জ্যাকি ভগনানি
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়ে সবদিক থেকেই ছিল আকর্ষণীয়। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। মেহেন্দি ডিজাইন থেকে রাকুলের মিউটেড লেহেঙ্গা পর্যন্ত, সবকিছুই মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।

পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা
কয়েক বছর প্রেম করার পর পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিল্লির আইটিসি গ্র্যান্ডে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। এ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিম্ন ও উচ্চ সব মুহূর্তে, শুধু তুমি। শুরুর থেকে শেষ পর্যন্ত, যখনই আমার হৃদয় ভিন্নভাবে ধ্বনিত হয়, তোমার কারণেই। ক্রমাগত ধারাবাহিকভাবে, নিরবচ্ছিন্নভাবে, শুধু তুমি।’

নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যর বিয়ে ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দুজন বিয়ে করেন হায়দরাবাদের বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা চৈতন্যর বাবা তেলেগু তারকা অক্ষয়েনি নাগার্জুন একগুচ্ছ ছবি নিয়ে এক্স-এ (পূর্বে টুইটার) আনন্দের খবরটি শেয়ার করেন।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি-সিদ্ধার্থ ৪০০ বছরের পুরোনো শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি শেয়ার করার সময় অদিতি লিখেছিলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারকা, পিক্সি সোলমেট হিসেবে চিরকালের জন্য, হাসির জন্য, কখনো বড় না হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো এবং জাদুর জন্য। মিসেস ও মিস্টার অডু-সিদ্ধু।’

কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল
কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।

লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন
সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।

এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাঁদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাঁদের বিয়ের ভেন্যু।

মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি
মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরতি সিং-দীপক চৌহান
আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন।

ইরা খান-নুপুর শিখরে
আমির খানের কন্যা ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের বিয়ের জন্য দুটি পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। তাদের কোর্ট ম্যারেজ জানুয়ারি মাসে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে সম্পন্ন হয়। এরপর দম্পতি উদয়পুরে একটি জমকালো পার্টির আয়োজন করেন।

সুরভি জ্যোতি-সুমিত সুরি
সুরভি জ্যোতি তার বিয়ের দিনে লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। তাঁর সঙ্গী সুমিত সুরি সাদা শেরওয়ানি পরেছিলেন। ‘ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য, ’ লিখেছেন সুরভি বিয়ের ভিডিও শেয়ার করার সময়।

সুরভি চাঁদনা-করণ শর্মা
সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।

সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
এ বছর সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। এ দম্পতি তাদের বিয়ের প্রথম ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬. ২০১৭) আমরা একে অপরের চোখে খাঁটি ভালোবাসা দেখেছিলাম এবং সেটিকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছে, যা এই মুহূর্তে আমাদের নিয়ে এসেছে, যেখানে আমাদের পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। ভালোবাসার জন্য, আশার জন্য এবং সবকিছু সুন্দর করার জন্য আমরা একসঙ্গে আছি, এখন থেকে চিরকাল পর্যন্ত।’

রাকুল প্রীত-জ্যাকি ভগনানি
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়ে সবদিক থেকেই ছিল আকর্ষণীয়। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। মেহেন্দি ডিজাইন থেকে রাকুলের মিউটেড লেহেঙ্গা পর্যন্ত, সবকিছুই মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।

পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা
কয়েক বছর প্রেম করার পর পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিল্লির আইটিসি গ্র্যান্ডে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। এ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিম্ন ও উচ্চ সব মুহূর্তে, শুধু তুমি। শুরুর থেকে শেষ পর্যন্ত, যখনই আমার হৃদয় ভিন্নভাবে ধ্বনিত হয়, তোমার কারণেই। ক্রমাগত ধারাবাহিকভাবে, নিরবচ্ছিন্নভাবে, শুধু তুমি।’

নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যর বিয়ে ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দুজন বিয়ে করেন হায়দরাবাদের বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা চৈতন্যর বাবা তেলেগু তারকা অক্ষয়েনি নাগার্জুন একগুচ্ছ ছবি নিয়ে এক্স-এ (পূর্বে টুইটার) আনন্দের খবরটি শেয়ার করেন।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি-সিদ্ধার্থ ৪০০ বছরের পুরোনো শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি শেয়ার করার সময় অদিতি লিখেছিলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারকা, পিক্সি সোলমেট হিসেবে চিরকালের জন্য, হাসির জন্য, কখনো বড় না হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো এবং জাদুর জন্য। মিসেস ও মিস্টার অডু-সিদ্ধু।’

কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল
কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।

লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন
সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।

এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাঁদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাঁদের বিয়ের ভেন্যু।

মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি
মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরতি সিং-দীপক চৌহান
আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন।

ইরা খান-নুপুর শিখরে
আমির খানের কন্যা ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের বিয়ের জন্য দুটি পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। তাদের কোর্ট ম্যারেজ জানুয়ারি মাসে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে সম্পন্ন হয়। এরপর দম্পতি উদয়পুরে একটি জমকালো পার্টির আয়োজন করেন।

সুরভি জ্যোতি-সুমিত সুরি
সুরভি জ্যোতি তার বিয়ের দিনে লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। তাঁর সঙ্গী সুমিত সুরি সাদা শেরওয়ানি পরেছিলেন। ‘ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য, ’ লিখেছেন সুরভি বিয়ের ভিডিও শেয়ার করার সময়।

সুরভি চাঁদনা-করণ শর্মা
সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।

সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
এ বছর সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। এ দম্পতি তাদের বিয়ের প্রথম ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬. ২০১৭) আমরা একে অপরের চোখে খাঁটি ভালোবাসা দেখেছিলাম এবং সেটিকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছে, যা এই মুহূর্তে আমাদের নিয়ে এসেছে, যেখানে আমাদের পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। ভালোবাসার জন্য, আশার জন্য এবং সবকিছু সুন্দর করার জন্য আমরা একসঙ্গে আছি, এখন থেকে চিরকাল পর্যন্ত।’

রাকুল প্রীত-জ্যাকি ভগনানি
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়ে সবদিক থেকেই ছিল আকর্ষণীয়। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। মেহেন্দি ডিজাইন থেকে রাকুলের মিউটেড লেহেঙ্গা পর্যন্ত, সবকিছুই মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।

পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা
কয়েক বছর প্রেম করার পর পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিল্লির আইটিসি গ্র্যান্ডে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। এ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিম্ন ও উচ্চ সব মুহূর্তে, শুধু তুমি। শুরুর থেকে শেষ পর্যন্ত, যখনই আমার হৃদয় ভিন্নভাবে ধ্বনিত হয়, তোমার কারণেই। ক্রমাগত ধারাবাহিকভাবে, নিরবচ্ছিন্নভাবে, শুধু তুমি।’

নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যর বিয়ে ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দুজন বিয়ে করেন হায়দরাবাদের বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা চৈতন্যর বাবা তেলেগু তারকা অক্ষয়েনি নাগার্জুন একগুচ্ছ ছবি নিয়ে এক্স-এ (পূর্বে টুইটার) আনন্দের খবরটি শেয়ার করেন।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি-সিদ্ধার্থ ৪০০ বছরের পুরোনো শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি শেয়ার করার সময় অদিতি লিখেছিলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারকা, পিক্সি সোলমেট হিসেবে চিরকালের জন্য, হাসির জন্য, কখনো বড় না হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো এবং জাদুর জন্য। মিসেস ও মিস্টার অডু-সিদ্ধু।’

কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল
কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।

লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন
সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।

এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাঁদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাঁদের বিয়ের ভেন্যু।

মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি
মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরতি সিং-দীপক চৌহান
আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন।

ইরা খান-নুপুর শিখরে
আমির খানের কন্যা ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের বিয়ের জন্য দুটি পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। তাদের কোর্ট ম্যারেজ জানুয়ারি মাসে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে সম্পন্ন হয়। এরপর দম্পতি উদয়পুরে একটি জমকালো পার্টির আয়োজন করেন।

সুরভি জ্যোতি-সুমিত সুরি
সুরভি জ্যোতি তার বিয়ের দিনে লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। তাঁর সঙ্গী সুমিত সুরি সাদা শেরওয়ানি পরেছিলেন। ‘ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য, ’ লিখেছেন সুরভি বিয়ের ভিডিও শেয়ার করার সময়।

সুরভি চাঁদনা-করণ শর্মা
সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।

সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল
এ বছর সবচেয়ে আলোচিত বিয়ে ছিল বলিউড জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে। এ দম্পতি তাদের বিয়ের প্রথম ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আজ থেকে সাত বছর আগে (২৩.০৬. ২০১৭) আমরা একে অপরের চোখে খাঁটি ভালোবাসা দেখেছিলাম এবং সেটিকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সকল চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পথ দেখিয়েছে, যা এই মুহূর্তে আমাদের নিয়ে এসেছে, যেখানে আমাদের পরিবার এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী। ভালোবাসার জন্য, আশার জন্য এবং সবকিছু সুন্দর করার জন্য আমরা একসঙ্গে আছি, এখন থেকে চিরকাল পর্যন্ত।’

রাকুল প্রীত-জ্যাকি ভগনানি
রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির বিয়ে সবদিক থেকেই ছিল আকর্ষণীয়। গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর। মেহেন্দি ডিজাইন থেকে রাকুলের মিউটেড লেহেঙ্গা পর্যন্ত, সবকিছুই মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের।

পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা
কয়েক বছর প্রেম করার পর পুলকিত সম্রাট-কৃতি খারবান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিল্লির আইটিসি গ্র্যান্ডে জমকালো অনুষ্ঠানে বিয়ে হয় তাঁদের। এ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘গভীর নীল আকাশ থেকে সকালের শিশির পর্যন্ত, নিম্ন ও উচ্চ সব মুহূর্তে, শুধু তুমি। শুরুর থেকে শেষ পর্যন্ত, যখনই আমার হৃদয় ভিন্নভাবে ধ্বনিত হয়, তোমার কারণেই। ক্রমাগত ধারাবাহিকভাবে, নিরবচ্ছিন্নভাবে, শুধু তুমি।’

নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যর বিয়ে ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দুজন বিয়ে করেন হায়দরাবাদের বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওতে। নাগা চৈতন্যর বাবা তেলেগু তারকা অক্ষয়েনি নাগার্জুন একগুচ্ছ ছবি নিয়ে এক্স-এ (পূর্বে টুইটার) আনন্দের খবরটি শেয়ার করেন।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি-সিদ্ধার্থ ৪০০ বছরের পুরোনো শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি শেয়ার করার সময় অদিতি লিখেছিলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারকা, পিক্সি সোলমেট হিসেবে চিরকালের জন্য, হাসির জন্য, কখনো বড় না হওয়ার জন্য, চিরন্তন ভালোবাসা, আলো এবং জাদুর জন্য। মিসেস ও মিস্টার অডু-সিদ্ধু।’

কীর্তি সুরেশ-অ্যান্টনি থাট্টিল
কীর্তি সুরেশ ও ব্যবসায়ী অ্যান্টনি থাট্টিল ডিসেম্বর মাসে গোয়ায় বিয়ে করেন। অ্যান্টনি পরেছিলেন ক্লাসিক আইভরি রঙের সিল্ক শার্ট ও ধুতি, সঙ্গে সবুজ বর্ডারযুক্ত অঙ্গবাস্ত্রম। অন্যদিকে কীর্তি পরেছিলেন অনিতা ডোংরেয়ের নকশা করা হলুদ এবং সবুজ রঙের সিল্ক শাড়ি। এই জুটি খ্রিষ্টান রীতিতে বিয়ের অনুষ্ঠানও আয়োজন করেন।

লানা ডেল রে-জেরেমি ডুফ্রেন
সেপ্টেম্বরে গায়িকা লানা ডেল রে এবং গাইড জেরেমি ডুফ্রেন বিয়ে করেন। লুইজিয়ানার ডেস আল্লেম্যান্ডস-এ অবস্থিত আর্থারের এয়ারবোট ট্যুরসে এই বিয়ে হয়। লানা পরেছিলেন একটি গাউন, যা নকশা করেছিলেন ম্যাসি উইসনার। গাউনটির লম্বা স্কার্ট এবং রাফেলড নেকলাইন ছিল।

এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসন
এড ওয়েস্টউইক-অ্যামি জ্যাকসনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আমালফি কোস্টে। তাঁদের তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ক্রুজের মাধ্যমে, যেখানে ছিল ইতালিয়ান সংগীত এবং নীল-সাদা সজ্জা। পুরোনো ক্যাসেলো দি রোকা সিলেন্তো ছিল তাঁদের বিয়ের ভেন্যু।

মিলি ববি ব্রাউন-জেক বংগিওভি
মিলি ববি ব্রাউন এবং জেক বংগিওভির রূপকথার মতো বিয়েটি হয়েছিল ইতালির টাস্কানিতে। স্ট্রেঞ্জার থিংস সিরিজের তার সহ-অভিনেতা ম্যাথিউ মোডিন তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আরতি সিং-দীপক চৌহান
আরতি সিং ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে এপ্রিল মাসে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে করেন।

ইরা খান-নুপুর শিখরে
আমির খানের কন্যা ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের বিয়ের জন্য দুটি পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়। তাদের কোর্ট ম্যারেজ জানুয়ারি মাসে মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে সম্পন্ন হয়। এরপর দম্পতি উদয়পুরে একটি জমকালো পার্টির আয়োজন করেন।

সুরভি জ্যোতি-সুমিত সুরি
সুরভি জ্যোতি তার বিয়ের দিনে লাল লেহেঙ্গায় অপরূপ লাগছিল। তাঁর সঙ্গী সুমিত সুরি সাদা শেরওয়ানি পরেছিলেন। ‘ভালোবাসার বন্ধনে চিরকালের জন্য, ’ লিখেছেন সুরভি বিয়ের ভিডিও শেয়ার করার সময়।

সুরভি চাঁদনা-করণ শর্মা
সুরভি চাঁদনা তার দীর্ঘদিনের সঙ্গী করণ শর্মার সঙ্গে মুম্বাইয়ে ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিয়ে করেন। বিয়ের অ্যালবাম শেয়ার করার সময় সুরভি লিখেছেন, ‘১৩ বছরের অপেক্ষার পর অবশেষে ঘরে ফিরলাম। আমাদের এই নতুন যাত্রায় আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এ মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। জানা গিয়েছিল দেশের বাইরে রাক্ষস সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে যোগ দেবেন তিনি। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার বিএফডিসিতে রাক্ষস সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার...
৫ ঘণ্টা আগে
এ মাসে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শঙ্কা জেগেছিল অনুমতি নিয়ে। স্থগিত হওয়ার শঙ্কা আছে জেনে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে যৌথভাবে ১৩ ডিসেম্বর একটি কনসার্টের সিদ্ধান্ত নিয়েছিল মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই। তাতেও হয়নি শেষরক্ষা।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। আয় করেছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তিন বছর ধরে দর্শকের কৌতূহল অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে। সেই অপেক্ষা ফুরাল এত দিনে।
৫ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এ মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। জানা গিয়েছিল দেশের বাইরে রাক্ষস সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে যোগ দেবেন তিনি। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার বিএফডিসিতে রাক্ষস সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থিত হলেন নায়িকা। জানালেন রাক্ষসের গল্পই তাঁকে বাংলাদেশে নিয়ে এসেছে।
সংবাদ সম্মেলনে রাক্ষস সিনেমায় যুক্ত হওয়ার কারণ জানিয়ে সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন, ‘নির্মাতা হৃদয়ের কাছ থেকে গল্পটা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের জন্যই এ সিনেমায় যুক্ত হওয়া। কারণ এই গল্পে নায়িকার অনেক কিছু করার আছে। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব।’
প্রথমবার ঢাকাই সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড, এই প্রথমবার বাংলাদেশে এসেছি, সিনেমায় অভিনয় করছি। এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। অনেকবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
ঢাকাই সিনেমায় কাজ করাটা চ্যালেঞ্জিং মনে করলেও সবার সহায়তায় সেই চ্যালেঞ্জকে জয় করতে চান সুস্মিতা। পেতে চান বাংলাদেশের দর্শকদের ভালোবাসা। সুস্মিতা বলেন, ‘যখন সিনেমায় নাম লেখাই তখন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির কাউকেও চিনতাম না। অডিশন দিয়ে অনেক কষ্ট করে সিনেমায় এসেছি। ওটাও যেমন আমার জন্য কঠিন ছিল, তেমনি এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রথম কাজটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু এখানে এসে টিমের সবাইকে দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জটা উতরে যেতে পারব। তাঁরা একবারের জন্য আমাকে মনে করতে দিচ্ছে না যে আমি অন্য দেশ থেকে এসেছি। আমি এ দেশের দর্শকদের ভালোবাসা নিতে এসেছি, আশা করছি অনেক ভালোবাসা পাব।’
ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছেন সুস্মিতা। পড়াশোনায়ও ছিলেন খুব ভালো। তাই পরিবারের চাওয়া ছিল আগে পড়াশোনা শেষ হবে, তারপর অন্য কাজ। মা-বাবার ইচ্ছা অনুযায়ী ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন সুস্মিতা। পড়াশোনা শেষে বড় প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছিলেন। কিন্তু চাকরিটা করা হয়নি। তিনি হেঁটেছেন ছোটবেলার স্বপ্নের দিকে, অভিনেত্রী হতে।
২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। এবার নাম লেখালেন ঢাকাই সিনেমায়। রুপালি পর্দায় নিজের অভিজ্ঞতা জানিয়ে সুস্মিতা বলেন, ‘প্রেম টেম সিনেমার সুস্মিতা আর রাক্ষসের সুস্মিতার মধ্যে অনেক পার্থক্য। চার বছর হয়ে গেছে প্রেম টেম সিনেমার। এই সময়ে অনেক ম্যাচিউরিটি এসেছে আমার কাজে, ব্যক্তিত্বে। আশা করছি পর্দায় সেটা বুঝতে পারবেন সবাই।’
রাক্ষস সিনেমায় সুস্মিতার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে ভয়ংকর এক সিয়ামকে দেখা গেল। ফ্লোরের চারদিকে রক্তের ছোপ, রক্তমাখা সাদা স্যুট পরা সিয়ামের এক হাতে চায়নিজ কুড়াল অন্য হাতে পিস্তল। কামড়ে ধরে আছেন একটি গোলাপ। হাতের অস্ত্র উঁচিয়ে বাথটাবে পড়ে থাকা একটি মৃত বাঘের দিকে গুলি ছুড়লেন।
টিজার দেখে বোঝাই যাচ্ছে বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নির্মাতা জানালেন, এ সিনেমায় একটি প্রেমের গল্প আছে, যে প্রেমের কারণে সিয়াম অভিনীত চরিত্রটি রাক্ষস হয়ে ওঠে। এতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজ প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল অ্যানার্জি প্রোডাকশনের ব্যানারে। ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে রাক্ষস।

মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এ মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। জানা গিয়েছিল দেশের বাইরে রাক্ষস সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে যোগ দেবেন তিনি। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার বিএফডিসিতে রাক্ষস সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থিত হলেন নায়িকা। জানালেন রাক্ষসের গল্পই তাঁকে বাংলাদেশে নিয়ে এসেছে।
সংবাদ সম্মেলনে রাক্ষস সিনেমায় যুক্ত হওয়ার কারণ জানিয়ে সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন, ‘নির্মাতা হৃদয়ের কাছ থেকে গল্পটা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের জন্যই এ সিনেমায় যুক্ত হওয়া। কারণ এই গল্পে নায়িকার অনেক কিছু করার আছে। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব।’
প্রথমবার ঢাকাই সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড, এই প্রথমবার বাংলাদেশে এসেছি, সিনেমায় অভিনয় করছি। এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। অনেকবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
ঢাকাই সিনেমায় কাজ করাটা চ্যালেঞ্জিং মনে করলেও সবার সহায়তায় সেই চ্যালেঞ্জকে জয় করতে চান সুস্মিতা। পেতে চান বাংলাদেশের দর্শকদের ভালোবাসা। সুস্মিতা বলেন, ‘যখন সিনেমায় নাম লেখাই তখন কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির কাউকেও চিনতাম না। অডিশন দিয়ে অনেক কষ্ট করে সিনেমায় এসেছি। ওটাও যেমন আমার জন্য কঠিন ছিল, তেমনি এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রথম কাজটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু এখানে এসে টিমের সবাইকে দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জটা উতরে যেতে পারব। তাঁরা একবারের জন্য আমাকে মনে করতে দিচ্ছে না যে আমি অন্য দেশ থেকে এসেছি। আমি এ দেশের দর্শকদের ভালোবাসা নিতে এসেছি, আশা করছি অনেক ভালোবাসা পাব।’
ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছেন সুস্মিতা। পড়াশোনায়ও ছিলেন খুব ভালো। তাই পরিবারের চাওয়া ছিল আগে পড়াশোনা শেষ হবে, তারপর অন্য কাজ। মা-বাবার ইচ্ছা অনুযায়ী ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন সুস্মিতা। পড়াশোনা শেষে বড় প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছিলেন। কিন্তু চাকরিটা করা হয়নি। তিনি হেঁটেছেন ছোটবেলার স্বপ্নের দিকে, অভিনেত্রী হতে।
২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। এবার নাম লেখালেন ঢাকাই সিনেমায়। রুপালি পর্দায় নিজের অভিজ্ঞতা জানিয়ে সুস্মিতা বলেন, ‘প্রেম টেম সিনেমার সুস্মিতা আর রাক্ষসের সুস্মিতার মধ্যে অনেক পার্থক্য। চার বছর হয়ে গেছে প্রেম টেম সিনেমার। এই সময়ে অনেক ম্যাচিউরিটি এসেছে আমার কাজে, ব্যক্তিত্বে। আশা করছি পর্দায় সেটা বুঝতে পারবেন সবাই।’
রাক্ষস সিনেমায় সুস্মিতার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে ভয়ংকর এক সিয়ামকে দেখা গেল। ফ্লোরের চারদিকে রক্তের ছোপ, রক্তমাখা সাদা স্যুট পরা সিয়ামের এক হাতে চায়নিজ কুড়াল অন্য হাতে পিস্তল। কামড়ে ধরে আছেন একটি গোলাপ। হাতের অস্ত্র উঁচিয়ে বাথটাবে পড়ে থাকা একটি মৃত বাঘের দিকে গুলি ছুড়লেন।
টিজার দেখে বোঝাই যাচ্ছে বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নির্মাতা জানালেন, এ সিনেমায় একটি প্রেমের গল্প আছে, যে প্রেমের কারণে সিয়াম অভিনীত চরিত্রটি রাক্ষস হয়ে ওঠে। এতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজ প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল অ্যানার্জি প্রোডাকশনের ব্যানারে। ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে রাক্ষস।

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
২২ ডিসেম্বর ২০২৪
এ মাসে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শঙ্কা জেগেছিল অনুমতি নিয়ে। স্থগিত হওয়ার শঙ্কা আছে জেনে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে যৌথভাবে ১৩ ডিসেম্বর একটি কনসার্টের সিদ্ধান্ত নিয়েছিল মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই। তাতেও হয়নি শেষরক্ষা।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। আয় করেছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তিন বছর ধরে দর্শকের কৌতূহল অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে। সেই অপেক্ষা ফুরাল এত দিনে।
৫ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

এ মাসে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শঙ্কা জেগেছিল অনুমতি নিয়ে। স্থগিত হওয়ার শঙ্কা আছে জেনে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে যৌথভাবে ১৩ ডিসেম্বর একটি কনসার্টের সিদ্ধান্ত নিয়েছিল মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই। তাতেও হয়নি শেষরক্ষা। নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয় সেই কনসার্ট। তবে কনসার্ট বাতিল হলেও ঢাকায় এসেছেন আতিফ আসলাম। একের পর এক প্রাইভেট কনসার্টে গান শোনাচ্ছেন তিনি।
গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিজ’ শীর্ষক কনসার্টে গান শোনান আতিফ। বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কনসার্টে প্রবেশের সুযোগ ছিল শুধু এআইইউবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের। বহিরাগতদের প্রবেশে ছিল কড়াকড়ি।
আতিফের কনসার্ট ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল এআইইউবিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট দেখতে মাঠে প্রবেশ করতে ছিল দীর্ঘ লাইন। বেলা ২টায় অনুষ্ঠানের সময় নির্ধারিত হলেও সকাল থেকেই কনসার্টের স্থলে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। তিল ধরার জায়গা ছিল না মাঠে। আতিফও নিরাশ করেননি তাঁদের। গেয়ে শোনান তাঁর জনপ্রিয় গানগুলো। আতিফের আগে এই কনসার্টে গান শোনান দেশের সংগীতশিল্পী মিনার রহমান।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘দ্য ফাইনাল নোট’ শিরোনামের আরেকটি কনসার্টে গান শোনান আতিফ আসলাম। ওই কনসার্টে শুধু গুলশান ক্লাবের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ঢাকায় আতিফের ঘুরে বেড়ানোর ভিডিও। একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেট খেলায় মেতেছেন তিনি।
এর আগে পাকিস্তানের আলী আজমত ও ব্যান্ড কাভিশের কনসার্ট বাতিল হলেও তাঁরাও বাংলাদেশে এসেছিলেন। শোনা গেছে, তাঁরাও ঢাকায় একাধিক প্রাইভেট কনসার্টে পারফর্ম করেছিলেন।

এ মাসে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শঙ্কা জেগেছিল অনুমতি নিয়ে। স্থগিত হওয়ার শঙ্কা আছে জেনে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে যৌথভাবে ১৩ ডিসেম্বর একটি কনসার্টের সিদ্ধান্ত নিয়েছিল মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই। তাতেও হয়নি শেষরক্ষা। নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয় সেই কনসার্ট। তবে কনসার্ট বাতিল হলেও ঢাকায় এসেছেন আতিফ আসলাম। একের পর এক প্রাইভেট কনসার্টে গান শোনাচ্ছেন তিনি।
গতকাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিজ’ শীর্ষক কনসার্টে গান শোনান আতিফ। বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কনসার্টে প্রবেশের সুযোগ ছিল শুধু এআইইউবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের। বহিরাগতদের প্রবেশে ছিল কড়াকড়ি।
আতিফের কনসার্ট ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল এআইইউবিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট দেখতে মাঠে প্রবেশ করতে ছিল দীর্ঘ লাইন। বেলা ২টায় অনুষ্ঠানের সময় নির্ধারিত হলেও সকাল থেকেই কনসার্টের স্থলে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। তিল ধরার জায়গা ছিল না মাঠে। আতিফও নিরাশ করেননি তাঁদের। গেয়ে শোনান তাঁর জনপ্রিয় গানগুলো। আতিফের আগে এই কনসার্টে গান শোনান দেশের সংগীতশিল্পী মিনার রহমান।
এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘দ্য ফাইনাল নোট’ শিরোনামের আরেকটি কনসার্টে গান শোনান আতিফ আসলাম। ওই কনসার্টে শুধু গুলশান ক্লাবের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ঢাকায় আতিফের ঘুরে বেড়ানোর ভিডিও। একটি ভিডিওতে দেখা যায়, ক্রিকেট খেলায় মেতেছেন তিনি।
এর আগে পাকিস্তানের আলী আজমত ও ব্যান্ড কাভিশের কনসার্ট বাতিল হলেও তাঁরাও বাংলাদেশে এসেছিলেন। শোনা গেছে, তাঁরাও ঢাকায় একাধিক প্রাইভেট কনসার্টে পারফর্ম করেছিলেন।

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
২২ ডিসেম্বর ২০২৪
মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এ মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। জানা গিয়েছিল দেশের বাইরে রাক্ষস সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে যোগ দেবেন তিনি। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার বিএফডিসিতে রাক্ষস সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার...
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। আয় করেছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তিন বছর ধরে দর্শকের কৌতূহল অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে। সেই অপেক্ষা ফুরাল এত দিনে।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
বিনোদন ডেস্ক

সাবা (বাংলা সিনেমা)
রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডারস (হিন্দি সিনেমা)
মিসেস দেশপান্ডে (হিন্দি সিরিজ)
এমিলি ইন প্যারিস সিজন ৫ (ইংরেজি সিরিজ)
থাম্মা (হিন্দি সিনেমা)

সাবা (বাংলা সিনেমা)
রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডারস (হিন্দি সিনেমা)
মিসেস দেশপান্ডে (হিন্দি সিরিজ)
এমিলি ইন প্যারিস সিজন ৫ (ইংরেজি সিরিজ)
থাম্মা (হিন্দি সিনেমা)

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
২২ ডিসেম্বর ২০২৪
মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এ মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। জানা গিয়েছিল দেশের বাইরে রাক্ষস সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে যোগ দেবেন তিনি। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার বিএফডিসিতে রাক্ষস সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার...
৫ ঘণ্টা আগে
এ মাসে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শঙ্কা জেগেছিল অনুমতি নিয়ে। স্থগিত হওয়ার শঙ্কা আছে জেনে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে যৌথভাবে ১৩ ডিসেম্বর একটি কনসার্টের সিদ্ধান্ত নিয়েছিল মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই। তাতেও হয়নি শেষরক্ষা।
৫ ঘণ্টা আগে
অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। আয় করেছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তিন বছর ধরে দর্শকের কৌতূহল অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে। সেই অপেক্ষা ফুরাল এত দিনে।
৫ ঘণ্টা আগেএ সপ্তাহের সিনেমা
বিনোদন ডেস্ক

অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। আয় করেছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তিন বছর ধরে দর্শকের কৌতূহল অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে। সেই অপেক্ষা ফুরাল এত দিনে। আজ ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও আজ থেকে দেখা যাবে সিনেমাটি।
অ্যাভাটারের তৃতীয় পর্বে নতুন অনেক কিছু যুক্ত করেছেন জেমস ক্যামেরন। এসেছে নতুন গোষ্ঠী, নতুন চরিত্র। ভিলেন হিসেবে দেখা যাবে ভারাং নামের একটি চরিত্রকে। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে। এতে কণ্ঠ দিয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। জানা গেছে, ভারাং হলো অ্যাশ পিপল গোত্রের নেত্রী, আগ্নেয়গিরিতে যে গোত্রের বসবাস। যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে। এ কারণে ভারাং অনেক কঠোর। নিজের জাতির জন্য সে যেকোনো কিছু করতে পারে।
নির্মাতা জানিয়েছেন, প্যান্ডোরার ভিন্ন এক দিক উঠে এসেছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে। নাভি জাতি মানেই ভালো, আর মানুষ জাতি মানেই খারাপ—এই সরল অঙ্কের বাইরে তিনি যেতে চেয়েছেন এই পর্বে। জেমস ক্যামেরন বলেন, ‘এ পর্বের কেন্দ্রে থাকবে অ্যাশ জাতি। নাভি জাতিকে ভিন্ন এক দিক থেকে দেখিয়েছি। কারণ, আগের পর্বগুলোতে শুধু তাদের ভালো দিকই দেখিয়েছি। আর নেতিবাচক চরিত্রে দেখিয়েছি মানুষ জাতিকে। অ্যাভাটার থ্রিতে চিত্রটা সম্পূর্ণ উল্টে যাবে।’
দ্য ওয়ে অব ওয়াটারের ঘটনার পরপরই শুরু হয় ফায়ার অ্যান্ড অ্যাশের গল্প। জ্যাক সুলি (স্যাম ওয়ার্থিংটন) ও নিতিরি (জো সালদানা) বড় সন্তানের মৃত্যুশোক সামলাতে সামলাতে নতুন বিপদের মুখে পড়ে। অ্যাশ উপজাতির নেতা ভারাং পুরোনো শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নাভিদের ওপর আক্রমণ চালায়। পরিবার, জনগোষ্ঠী ও গ্রহ রক্ষার লড়াই—এটাই রয়েছে কাহিনির কেন্দ্রে।
হলিউডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিজ্যুয়ালের দিক থেকে আগের দুই পর্বকে ছাড়িয়ে গেছে ফায়ার অ্যান্ড অ্যাশ। বিশেষ করে শেষ ৩০ মিনিটের যুদ্ধের দৃশ্যে গ্রাফিকস দর্শকদের নিয়ে যাবে অন্য জগতে।

অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। আয় করেছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তিন বছর ধরে দর্শকের কৌতূহল অ্যাভাটারের তৃতীয় পর্ব নিয়ে। সেই অপেক্ষা ফুরাল এত দিনে। আজ ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও আজ থেকে দেখা যাবে সিনেমাটি।
অ্যাভাটারের তৃতীয় পর্বে নতুন অনেক কিছু যুক্ত করেছেন জেমস ক্যামেরন। এসেছে নতুন গোষ্ঠী, নতুন চরিত্র। ভিলেন হিসেবে দেখা যাবে ভারাং নামের একটি চরিত্রকে। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে। এতে কণ্ঠ দিয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। জানা গেছে, ভারাং হলো অ্যাশ পিপল গোত্রের নেত্রী, আগ্নেয়গিরিতে যে গোত্রের বসবাস। যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে। এ কারণে ভারাং অনেক কঠোর। নিজের জাতির জন্য সে যেকোনো কিছু করতে পারে।
নির্মাতা জানিয়েছেন, প্যান্ডোরার ভিন্ন এক দিক উঠে এসেছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে। নাভি জাতি মানেই ভালো, আর মানুষ জাতি মানেই খারাপ—এই সরল অঙ্কের বাইরে তিনি যেতে চেয়েছেন এই পর্বে। জেমস ক্যামেরন বলেন, ‘এ পর্বের কেন্দ্রে থাকবে অ্যাশ জাতি। নাভি জাতিকে ভিন্ন এক দিক থেকে দেখিয়েছি। কারণ, আগের পর্বগুলোতে শুধু তাদের ভালো দিকই দেখিয়েছি। আর নেতিবাচক চরিত্রে দেখিয়েছি মানুষ জাতিকে। অ্যাভাটার থ্রিতে চিত্রটা সম্পূর্ণ উল্টে যাবে।’
দ্য ওয়ে অব ওয়াটারের ঘটনার পরপরই শুরু হয় ফায়ার অ্যান্ড অ্যাশের গল্প। জ্যাক সুলি (স্যাম ওয়ার্থিংটন) ও নিতিরি (জো সালদানা) বড় সন্তানের মৃত্যুশোক সামলাতে সামলাতে নতুন বিপদের মুখে পড়ে। অ্যাশ উপজাতির নেতা ভারাং পুরোনো শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নাভিদের ওপর আক্রমণ চালায়। পরিবার, জনগোষ্ঠী ও গ্রহ রক্ষার লড়াই—এটাই রয়েছে কাহিনির কেন্দ্রে।
হলিউডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিজ্যুয়ালের দিক থেকে আগের দুই পর্বকে ছাড়িয়ে গেছে ফায়ার অ্যান্ড অ্যাশ। বিশেষ করে শেষ ৩০ মিনিটের যুদ্ধের দৃশ্যে গ্রাফিকস দর্শকদের নিয়ে যাবে অন্য জগতে।

তারকাদের বিয়ে যেন রূপকথার গল্প। সাজসজ্জা থেকে শুরু করে চমকপ্রদ ফটোগ্রাফ—সবকিছুই যেন বইয়ের মতো নিখুঁত। কারণ, এটি তারকাদের বিশেষ দিন। তো চলুন আমরা এ বছরের কিছু তারকাদের বিয়ের মুহূর্ত দেখে নিই।
২২ ডিসেম্বর ২০২৪
মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়ের। এ মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। জানা গিয়েছিল দেশের বাইরে রাক্ষস সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে যোগ দেবেন তিনি। তবে সবাইকে চমকে দিয়ে গত বুধবার বিএফডিসিতে রাক্ষস সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার...
৫ ঘণ্টা আগে
এ মাসে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে শঙ্কা জেগেছিল অনুমতি নিয়ে। স্থগিত হওয়ার শঙ্কা আছে জেনে দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসে যৌথভাবে ১৩ ডিসেম্বর একটি কনসার্টের সিদ্ধান্ত নিয়েছিল মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই। তাতেও হয়নি শেষরক্ষা।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে