শুধু কঙ্গনা নন, প্রকাশ্যে চড় খেয়েছেন আরও যে সব তারকা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ জুন ২০২৪, ২১: ৩৭
Thumbnail image

প্রথমবার নির্বাচনের মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কিন্তু তাঁর এ রাজনৈতিক সাফল্যকে ছাপিয়ে গেছে চড়-কাণ্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন কঙ্গনা। এয়ারপোর্টে নিরাপত্তাজনিত তল্লাশির সময়ে হঠাৎ তাঁকে চড় মারেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। ইতিমধ্যে কুলবিন্দরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাঁকে।

কঙ্গনাকে চড় মারার কারণ হিসেবে কুলবিন্দর জানিয়েছেন, পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের আন্দোলন নিয়ে কঙ্গনার কটু কথার কারণেই এমনটা করেছেন তিনি। তবে কঙ্গনা রনৌতই প্রথম তারকা নন, যিনি প্রকাশ্যে চড় খেলেন। ফ্ল্যাশব্যাক গেলে পাওয়া যাবে আরও কিছু ঘটনা।

অস্কারের মঞ্চে সেই বিখ্যাত চড়। ছবি: সংগৃহীতঅস্কারের মঞ্চে সেই বিখ্যাত চড়
২০২২ সালের সেই বিখ্যাত ঘটনা। একদিকে উপস্থাপক ক্রিস রক, অন্যদিকে অভিনেতা উইল স্মিথ। আর ঘটনার স্থান অস্কারের মঞ্চ। সেবার অস্কারের উপস্থাপক ছিলেন ক্রিস রক। অতিথিদের নিয়ে রসিকতা করছিলেন। একে একে সবাইকে নিয়ে কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। অসুস্থতার কারণে জাডার মাথায় চুল ছিল না। তাঁর চুল নিয়ে রসিকতা করেন ক্রিস।

বিষয়টি মানতে পারেননি পাশে বসে থাকা উইল স্মিথ। তিনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। সোজা হেঁটে চলে যান মঞ্চের দিকে। কষিয়ে চড় মারেন ক্রিস রকের গালে। এ ঘটনা নিয়ে কম জল ঘোলা হয়নি! উইল স্মিথ অস্কারের মঞ্চে ১০ বছরের জন্য নিষিদ্ধ হন।

বডিগার্ডের হাতেই চড় খান রণবীর সিং। ছবি: সংগৃহীতবডিগার্ডের হাতেই চড় খান রণবীর সিং
একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে বেঙ্গালুরুতে যান রণবীর সিং। ২০২২ সালের ঘটনা। অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন নায়ক। ভক্তদের এতই ভিড় ছিল যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ভিড় সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। একপর্যায়ে রণবীরকে নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন নায়কের বডিগার্ড।

ভিড় সরাতে গিয়ে, ভরা মজলিশে, ভুলবশত রণবীরের গালেই কষিয়ে চড় মেরে বসেন ওই বডিগার্ড! ব্যথায় আঁতকে ওঠেন রণবীর। হাত দিয়ে নিজের গাল চেপে ধরেন। কিন্তু কী আর করা! ভুল তো ভুলই!

মঞ্চে উঠে আভা ম্যাক্সকে চড়। ছবি: সংগৃহীতমঞ্চে উঠে আভা ম্যাক্সকে চড়
মার্কিন পপ গায়িকা আভা ম্যাক্সের সেদিন কনসার্ট ছিল লস অ্যাঞ্জেলেসের ফন্ডা থিয়েটারে। কনসার্টের মাঝপথে হঠাৎ এক অজ্ঞাত যুবক উঠে পড়েন স্টেজে। গায়িকার দিকে এগিয়ে যান। তাঁর পিছে পিছে দৌড়ে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার আগেই আভার গালে চড় বসিয়ে দেন যুবকটি। এতে চোখে আঘাত পান আভা ম্যাক্স। কিন্তু গান থামাননি তিনি। হাত দিয়ে চোখ চেপে আরও কিছুক্ষণ পারফর্ম করে ব্যাকস্টেজে চলে যান আভা।

‘ছোট পোশাক’ পরার অভিযোগে চড় খান গওহর। ছবি: সংগৃহীত‘ছোট পোশাক’ পরার অভিযোগে চড় খান গওহর
‘বিগ বস সেভেন’ বিজয়ী ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খানকে ভরা মজলিশে চড় মারেন এক যুবক। ২০১৪ সালের কথা। ‘ইন্ডিয়াস র স্টার’ রিয়্যালিটি শোয়ের শুটিং চলছিল। মঞ্চে ছিলেন গওহর খানসহ অতিথিরা। হঠাৎ এক যুবক চড় কষিয়ে দেন গওহর খানের গালে। নিরাপত্তারক্ষীরা দ্রুত গওহর খানকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে।

পুলিশকে যুবকটি জানান, ছোট পোশাক পরার কারণেই এমনটি করেছেন তিনি। ওই সময় বিষয়টি নিয়ে খুব শোরগোল হয়েছিল ইন্ডাস্ট্রিতে। গওহর খানের পক্ষে অনেক তারকা কথা বলেছিলেন। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত