নিকারাগুয়ান সুন্দরী শেইনিস পালাসিওসের মাথায় মিস ইউনিভার্সের মুকুট

বিনোদন ডেস্ক
Thumbnail image

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ান সুন্দরী শেইনিস পালাসিওস। আজ রোববার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসর। সদ্য বিজয়ী শেইনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স ২০২২-মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

 ২৩ বছর বয়সী শেইনিস পালাসিওস প্রথম নিকারাগুয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন।

সদ্য বিজয়ী শেইনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স ২০২২-মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েলপ্রতিযোগিতায় প্রথম রানার আপ মিস থাইল্যান্ড অ্যান্টোনিয়া পোরসিল্ড ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন।

মিস ইউনিভার্স ২০২৩-এর শেইনিস পালাসিওসএই বছর ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, ৯০টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমেরিকান টেলিভিশন উপস্থাপক মারিয়া মেনুনোস ছাড়াও আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব জেনি মাই এবং মিস ইউনিভার্স ২০১২ অলিভিয়া কুলপো এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত