বিনোদন ডেস্ক
ক্রিস্টিনা অ্যাশটেন গৌরকানি, একজন জনপ্রিয় ‘অনলি ফ্যান’ মডেল। হতে চেয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি কিম কার্দাশিয়ানের মতো। এতটাই কার্দাশিয়ানের মতো চেহারা পেতে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। সেটিই কাল হলো তাঁর। মাত্র ৩৪ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেলেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুর খবর গত ২৬ এপ্রিল ইনস্টাগ্রাম এবং গোফান্ডমি পেজে শেয়ার করে তাঁর পরিবার। ক্রিস্টিনার শেষকৃত্যের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে গোফান্ডমিতে ওই পেজ তৈরি করা হয়েছে।
পরিবার বলেছেন, ‘গত ২০ এপ্রিল আনুমানিক ভোর ৪টা ৩১ মিনিটে আমাদের পরিবার পরিবারেরই এক সদস্যের কাছ থেকে একটি দুঃখজনক ফোন কল পায়। লাইনের অপর প্রান্তে সেই সদস্য উন্মত্ত হয়ে চিৎকার করে কাঁদছিলেন...অ্যাশটেন মরে যাচ্ছে...অ্যাশটেন মারা যাচ্ছে। একটি ফোন কল তাৎক্ষণিকভাবে আমাদের পৃথিবীকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এটি সারা জীবনের জন্য আমাদের পরিবারকে তাড়া করবে।’
পরিবার জানায়, অ্যাশটেনের ইচ্ছায় নেওয়া একটি চিকিৎসা পদ্ধতি হঠাৎ খারাপের দিকে মোড় নেয়। এরপর হার্ট অ্যাটাক হয়। এ ধরনের চিকিৎসা পদ্ধতিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে।
ইনস্টাগ্রামে ক্যালিফোর্নিয়ার এই মডেলের ফলোয়ার ৬ লাখ ২৬ হাজার। কিম কার্দাশিয়ানের সঙ্গে তাঁর চেহারার মিলের কারণেই বিশ্বব্যাপী প্রচুর ভক্ত তৈরি হয়েছিল।
কয়েক মাস আগে ২২ বছর বয়সী কানাডীয় অভিনেতা সেন্ট ভন কলুচি ঝুঁকিপূর্ণ কসমেটিক সার্জারি করাতে গিয়ে মারা যান। তিনি বিটিএস গায়ক জিমিনের মতো হতে চেয়েছিলেন। তাঁর মতো চেহারা পাওয়ার আশায় ১২টি প্লাস্টিক সার্জারি করেছিলেন।
ক্রিস্টিনা অ্যাশটেন গৌরকানি, একজন জনপ্রিয় ‘অনলি ফ্যান’ মডেল। হতে চেয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি কিম কার্দাশিয়ানের মতো। এতটাই কার্দাশিয়ানের মতো চেহারা পেতে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। সেটিই কাল হলো তাঁর। মাত্র ৩৪ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেলেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুর খবর গত ২৬ এপ্রিল ইনস্টাগ্রাম এবং গোফান্ডমি পেজে শেয়ার করে তাঁর পরিবার। ক্রিস্টিনার শেষকৃত্যের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে গোফান্ডমিতে ওই পেজ তৈরি করা হয়েছে।
পরিবার বলেছেন, ‘গত ২০ এপ্রিল আনুমানিক ভোর ৪টা ৩১ মিনিটে আমাদের পরিবার পরিবারেরই এক সদস্যের কাছ থেকে একটি দুঃখজনক ফোন কল পায়। লাইনের অপর প্রান্তে সেই সদস্য উন্মত্ত হয়ে চিৎকার করে কাঁদছিলেন...অ্যাশটেন মরে যাচ্ছে...অ্যাশটেন মারা যাচ্ছে। একটি ফোন কল তাৎক্ষণিকভাবে আমাদের পৃথিবীকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এটি সারা জীবনের জন্য আমাদের পরিবারকে তাড়া করবে।’
পরিবার জানায়, অ্যাশটেনের ইচ্ছায় নেওয়া একটি চিকিৎসা পদ্ধতি হঠাৎ খারাপের দিকে মোড় নেয়। এরপর হার্ট অ্যাটাক হয়। এ ধরনের চিকিৎসা পদ্ধতিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে।
ইনস্টাগ্রামে ক্যালিফোর্নিয়ার এই মডেলের ফলোয়ার ৬ লাখ ২৬ হাজার। কিম কার্দাশিয়ানের সঙ্গে তাঁর চেহারার মিলের কারণেই বিশ্বব্যাপী প্রচুর ভক্ত তৈরি হয়েছিল।
কয়েক মাস আগে ২২ বছর বয়সী কানাডীয় অভিনেতা সেন্ট ভন কলুচি ঝুঁকিপূর্ণ কসমেটিক সার্জারি করাতে গিয়ে মারা যান। তিনি বিটিএস গায়ক জিমিনের মতো হতে চেয়েছিলেন। তাঁর মতো চেহারা পাওয়ার আশায় ১২টি প্লাস্টিক সার্জারি করেছিলেন।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে