টুংকুলুং-এ একেন (বাংলা সিরিজ)
অভিনয়: অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: গোয়েন্দা একেন বাবুর এবারের মিশন পাহাড়ে ঘেরা নেপালি গ্রাম টুংকুলুংয়ে। কথা ছিল সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। উল্টো সেখানে হাজির হলো রহস্য। রাজা শ্যামসুন্দর রানাকে কেউ খুন করতে চায়। শ্যামসুন্দর একেনকে জানায়, সে খুন হলে যেন তদন্ত করে একেন। এ ঘটনায় জড়িয়ে আছে একটি মূল্যবান হীরা।
কড়ক সিং (হিন্দি সিনেমা)
অভিনয়: পঙ্কজ ত্রিপাঠী, জয়া আহসান, পার্বতী, সঞ্জনা সাংঘি
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমাটির গল্প তৈরি হয়েছে এ কে শ্রীবাস্তব ওরফে কড়ক সিংকে ঘিরে। এক দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলে কড়ক সিং। হাসপাতালে তাকে দেখতে আসে বিভিন্ন লোক। কেউ সন্তান, কেউ প্রেমিকা, কেউ তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলে দাবি করে। তবে কড়ক চিনতে পারে না কাউকে। ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হতে থাকে কিছু অজানা সত্য।
দ্য আর্চিস (হিন্দি সিনেমা)
অভিনয়: সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: মার্কিন কমিক ‘দ্য আর্চিস’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে এর গল্প সাজিয়েছে নির্মাতা জোয়া আখতার। আর্চি-বেটি-ভেরোনিকার বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের রসায়নই এ সিনেমার মূল গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার হাইস্কুলের সহপাঠী ভেরোনিকাকে। আবার বেটির প্রতিও তার আকর্ষণ রয়েছে। তিনজনের মধ্যেই রয়েছে নিখাদ বন্ধুত্বের সম্পর্ক।
মাস্তি মে রেহেনে কা (হিন্দি সিনেমা)
অভিনয়: জ্যাকি শ্রফ, নীনা গুপ্ত
দেখা যাবে: আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: জীবনের প্রয়োজনে নিজেকে মানিয়ে নেওয়া আবার নিজের প্রয়োজনে জীবনকে গুছিয়ে নেওয়া—দুটোই সমান গুরুত্বপূর্ণ। জীবন চলার পথে অপরিচিত দুটি মানুষ কীভাবে ঘটনাক্রমে হয়ে ওঠে একে অপরের আপনজন, নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও আনন্দ-ফুর্তির মধ্য দিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চায় তারা। দুই প্রজন্মের এমন দুই জোড়া নর-নারীর গল্প নিয়ে এগিয়েছে কমেডিনির্ভর এই সিনেমার কাহিনি।