বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুতের ছেলে জায়ান কাপুর পাঁচ বছরে পা দিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে শহীদ পত্নী মীরা সন্তানের প্রিয় একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিটির সঙ্গে সন্তানের জন্য একটি মিষ্টি বার্তা জুড়ে দিয়েছেন তিনি।
মীরা লিখেছেন, ‘চিনি, পিৎজা স্লাইস এবং সবকিছুই চমৎকার! কে জানত আমি এই ছোট্ট আঙুলটায় আনন্দে জড়িয়ে যাব। তীক্ষ্ণ ধী এবং আদুরে হৃদয়, চুটিয়ে জীবন উপভোগ করো আমার সোনার ছেলে! চিরকাল গান বাজুক উচ্চশব্দে! হ্যাপি ৫, আমার জাইনু।’
মীরা রাজপুতের পোস্টটি হৃদয় ছুঁয়েছে অনেকের। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
শহীদ–মীরার প্রেমের গল্প কোনো বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শহীদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স মাত্র ১৬। এরপর দুই পরিবারই শহীদ–মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটি ছিল ২০১৪ সাল।
এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছিলেন, মাত্র ১৫ মিনিট সময় নিয়ে তিনি মীরার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কী কথা বলবেন, কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শেষপর্যন্ত অবশ্য ৭ ঘণ্টা গল্প করেছিলেন শহীদ–মীরা।
২০১৫–এর ৭ জুলাই ১৩ বছরের ছোট মীরার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন শহীদ। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান।
বিয়ের দেড় বছর পর শহীদ–মীরার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জায়ান। তবে এখন এই দম্পতি মিডিয়ার ক্যামেরা থেকে পরিবারকে দূরে রাখার চেষ্টা করেন।
বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুতের ছেলে জায়ান কাপুর পাঁচ বছরে পা দিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে শহীদ পত্নী মীরা সন্তানের প্রিয় একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিটির সঙ্গে সন্তানের জন্য একটি মিষ্টি বার্তা জুড়ে দিয়েছেন তিনি।
মীরা লিখেছেন, ‘চিনি, পিৎজা স্লাইস এবং সবকিছুই চমৎকার! কে জানত আমি এই ছোট্ট আঙুলটায় আনন্দে জড়িয়ে যাব। তীক্ষ্ণ ধী এবং আদুরে হৃদয়, চুটিয়ে জীবন উপভোগ করো আমার সোনার ছেলে! চিরকাল গান বাজুক উচ্চশব্দে! হ্যাপি ৫, আমার জাইনু।’
মীরা রাজপুতের পোস্টটি হৃদয় ছুঁয়েছে অনেকের। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
শহীদ–মীরার প্রেমের গল্প কোনো বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শহীদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স মাত্র ১৬। এরপর দুই পরিবারই শহীদ–মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটি ছিল ২০১৪ সাল।
এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছিলেন, মাত্র ১৫ মিনিট সময় নিয়ে তিনি মীরার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কী কথা বলবেন, কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শেষপর্যন্ত অবশ্য ৭ ঘণ্টা গল্প করেছিলেন শহীদ–মীরা।
২০১৫–এর ৭ জুলাই ১৩ বছরের ছোট মীরার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন শহীদ। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান।
বিয়ের দেড় বছর পর শহীদ–মীরার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জায়ান। তবে এখন এই দম্পতি মিডিয়ার ক্যামেরা থেকে পরিবারকে দূরে রাখার চেষ্টা করেন।
একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
১ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
২ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪ ঘণ্টা আগে