বিনোদন ডেস্ক
‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ৯ বছর পর পরিচালক রোহিত শেঠি গতকাল শনিবার ‘সিংহাম এগেইন’-এর ঘোষণা করলেন। রোহিতের কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ একসঙ্গে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে দেখা গেলে বড় চমক থাকবে দর্শকদের জন্য।
অভিনেতা অজয় দেবগন গতকাল শনিবার তাঁর ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’-এর মহরত থেকে দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তাঁকে এবং রণবীর সিংকে প্রার্থনার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আর সামনে পরিচালক রোহিত শেঠিকে আচারের অংশ হিসেবে মেঝেতে নারকেল ফাটাতে দেখা গেছে। অজয়ের পরনে ছিল একটি গাঢ় নীল শার্ট ও নীল ডেনিম। রণবীর সিংকে হালকা ধূসর শার্ট, গাঢ় ধূসর ট্রাউজার্সে দেখা যায়।
এই অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন পরিচালক রোহিত শেঠি নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে! আজ আমরা আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘‘সিংহাম এগেইন’’-এর শুরু করছি। এটায় আমরা জীবনের বাজি লাগিয়ে দেব। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’
তবে এদিন রাতে বড় চমক দিয়েছেন অক্ষয় কুমার। ‘সিংহাম এগেইন’-এর মহরতের ছবি পোস্ট করলেন এক্সে (আগের টুইটার)। লিখেছেন, ‘এই মুহূর্তে আমি দেশে নেই, ব্যক্তিগতভাবে তাই ফ্রেমে থাকতে পারলাম না। কিন্তু আমার আত্মা পুরোপুরি ওখানে আছে। সিংহাম এগেইনের সেটে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না! আমার পক্ষ থেকে শুভেচ্ছা।’
রোহিত শেঠির শেষ সিনেমা ‘সার্কাস’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ শর্মা। ১৫০ কোটি বাজেটে বানানো সিনেমা মাত্র ৬১ কোটি রুপি আয় করেছিল।
‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ৯ বছর পর পরিচালক রোহিত শেঠি গতকাল শনিবার ‘সিংহাম এগেইন’-এর ঘোষণা করলেন। রোহিতের কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ একসঙ্গে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে দেখা গেলে বড় চমক থাকবে দর্শকদের জন্য।
অভিনেতা অজয় দেবগন গতকাল শনিবার তাঁর ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’-এর মহরত থেকে দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তাঁকে এবং রণবীর সিংকে প্রার্থনার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আর সামনে পরিচালক রোহিত শেঠিকে আচারের অংশ হিসেবে মেঝেতে নারকেল ফাটাতে দেখা গেছে। অজয়ের পরনে ছিল একটি গাঢ় নীল শার্ট ও নীল ডেনিম। রণবীর সিংকে হালকা ধূসর শার্ট, গাঢ় ধূসর ট্রাউজার্সে দেখা যায়।
এই অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন পরিচালক রোহিত শেঠি নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে! আজ আমরা আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘‘সিংহাম এগেইন’’-এর শুরু করছি। এটায় আমরা জীবনের বাজি লাগিয়ে দেব। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’
তবে এদিন রাতে বড় চমক দিয়েছেন অক্ষয় কুমার। ‘সিংহাম এগেইন’-এর মহরতের ছবি পোস্ট করলেন এক্সে (আগের টুইটার)। লিখেছেন, ‘এই মুহূর্তে আমি দেশে নেই, ব্যক্তিগতভাবে তাই ফ্রেমে থাকতে পারলাম না। কিন্তু আমার আত্মা পুরোপুরি ওখানে আছে। সিংহাম এগেইনের সেটে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না! আমার পক্ষ থেকে শুভেচ্ছা।’
রোহিত শেঠির শেষ সিনেমা ‘সার্কাস’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ শর্মা। ১৫০ কোটি বাজেটে বানানো সিনেমা মাত্র ৬১ কোটি রুপি আয় করেছিল।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে