বিনোদন ডেস্ক
গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে দাপট দেখাচ্ছে ভারতজুড়ে। নিমেষে শেষ হচ্ছে প্রথম দিনের টিকিট টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে জানিয়েছিল, গতকাল বেলা ৩টার মধ্যেই জওয়ানের ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, শুক্রবার সারা দিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট, তামিলে ৩ হাজার ৭৫৪, আর তেলেগুতে ১০০৮টি টিকিট। প্রাথমিক প্রতিবেদনে তাঁরা জানিয়েছেন, প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।
এদিকে ‘জওয়ান’ ইতিমধ্যেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের শুরুতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ৩.৩৯ কোটি রুপি মূল্যের টিকিট বিক্রি করেছিল সিনেমাটি। এ ছাড়া ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি হয়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ভেঙেছে শাহরুখের জওয়ান।
শাহরুখের স্পাই থ্রিলার ‘পাঠান’, এই বছরের শুরুতে মুক্তি পেয়ে ১০০০ কোটি রুপির চেয়ে বেশি আয় করেছিল। সিনেমাটি ৩২ কোটি রুপির অগ্রিম বুকিং করেছিল, যা যেকোনো হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ। এস এস রাজামৌলির তেলুগু সিনেমা ‘আরআরআর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘জওয়ান’-এর এখনো অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন সময় বাকি আছে। তাই এখনো সম্ভাবনা আছে শাহরুখ ‘জওয়ান’ দিয়ে পাঠানের রেকর্ড ভেঙে দেবেন।
বক্স অফিসে পাঠানঝড়ের পর, এবার ‘জওয়ান’ সুনামির অপেক্ষায় শাহরুখ ভক্তরা। ২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে যেন পুষিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে দাপট দেখাচ্ছে ভারতজুড়ে। নিমেষে শেষ হচ্ছে প্রথম দিনের টিকিট টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে জানিয়েছিল, গতকাল বেলা ৩টার মধ্যেই জওয়ানের ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, শুক্রবার সারা দিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট, তামিলে ৩ হাজার ৭৫৪, আর তেলেগুতে ১০০৮টি টিকিট। প্রাথমিক প্রতিবেদনে তাঁরা জানিয়েছেন, প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।
এদিকে ‘জওয়ান’ ইতিমধ্যেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের শুরুতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ৩.৩৯ কোটি রুপি মূল্যের টিকিট বিক্রি করেছিল সিনেমাটি। এ ছাড়া ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি হয়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ভেঙেছে শাহরুখের জওয়ান।
শাহরুখের স্পাই থ্রিলার ‘পাঠান’, এই বছরের শুরুতে মুক্তি পেয়ে ১০০০ কোটি রুপির চেয়ে বেশি আয় করেছিল। সিনেমাটি ৩২ কোটি রুপির অগ্রিম বুকিং করেছিল, যা যেকোনো হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ। এস এস রাজামৌলির তেলুগু সিনেমা ‘আরআরআর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘জওয়ান’-এর এখনো অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন সময় বাকি আছে। তাই এখনো সম্ভাবনা আছে শাহরুখ ‘জওয়ান’ দিয়ে পাঠানের রেকর্ড ভেঙে দেবেন।
বক্স অফিসে পাঠানঝড়ের পর, এবার ‘জওয়ান’ সুনামির অপেক্ষায় শাহরুখ ভক্তরা। ২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে যেন পুষিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৮ ঘণ্টা আগে