Ajker Patrika

সুন্দরী বাছাই করতে ঢাকায় চিত্রাঙ্গদা সিং

বিনোদন ডেস্ক
সুন্দরী বাছাই করতে ঢাকায় চিত্রাঙ্গদা সিং

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এ উদ্দেশ্যে শনিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকায় এসেছেন তিনি।

প্রতিযোগিতার পিআর পার্টনার নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট মাসুদ হাসান আজকের পত্রিকাকে জানান, শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকায় এসে পৌঁছেছেন চিত্রাঙ্গদা সিং। এদিন রাত আটটায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে অনুষ্ঠানটি শুরু হয়েছে। চিত্রাঙ্গদা সিং এই আয়োজনে অতিথি বিচারক হিসেবে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন। প্রতিযোগিতার বিচার কাজ শেষ করে সোমবার সকালে ভারতে ফিরে যাবেন ৪৩ বছর বয়সী এই তারকা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরা দশ প্রতিযোগী।

এদিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ সুন্দরী। তারা হলেন- অঙ্কিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জোহরা, মরিয়ম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা। তাদের গ্রুমিং সেশন থেকে শুরু করে সব প্রশিক্ষণ দিচ্ছেন মাহমুদুল হাসান মুকুল।

গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। এতে নিবন্ধন করেন ৯ হাজারেরও বেশি তরুণী। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বেছে নেওয়া হয়। সেখান থেকে টিকেছেন ২০ তরুণী। এরপর নির্বাচিত হয় সেরা ১০ প্রতিযোগী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, গায়ক-অভিনেতা তাহসান রহমান খান, ফ্যাশন হাউস জুরহেমের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির এবং ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক ম্যানেজার আইরিন সমার তিলগার।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ। আর এ মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচনের দায়িত্বে থাকছেন বলিউড তারকা চিত্রাঙ্গদা।

উল্লেখ্য বলিউডের প্রখ্যাত নির্মাতা সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’তে (২০০৫) নৈপুণ্য দেখিয়ে লাইমলাইটে আসেন চিত্রাঙ্গদা সিং। এরপর একই পরিচালকের ‘ইয়ে সালি জিন্দেগি’ (২০১১) ও ‘ইনকার’ (২০১৩) ছবিতে দেখা গেছে তাকে।

অক্ষয় কুমারের বিপরীতে ‘দেশি বয়েজ’ (২০১১) ছবিতে চিত্রাঙ্গদার ঝলমলে উপস্থিতি ছিল নজরকাড়া। ‘খিলাড়ি’ তারকার ‘জোকার’ (২০১২) ও ‘গাব্বার ইজ ব্যাক’ (২০১৫) ছবির আইটেম গানে নেচেছেন তিনি।

কপিল শর্মা পরিচালিত ‘আই, মি অউর ম্যায়’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি’তে সঞ্জয় দত্তের বিপরীতে এবং সাইফ আলি খানের ‘বাজার’ (২০১৮) ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। তিন বছর আগে হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিক ‘সুরমা’ (দিলজিৎ দোশাঞ্জ, তাপসী পান্নু) প্রযোজনা করেন তিনি।

চিত্রাঙ্গদা এখন শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘বব বিশ্বাস’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করছেন। বিদ্যা বালানের ‘কাহানি’ (২০১২) ছবির আগের পটভূমিতে তৈরি হচ্ছে এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত