বক্স অফিসে ধামাকা দেখাচ্ছে রণবীর-আলিয়ার ‘প্রেমকাহানি’

বিনোদন ডেস্ক
Thumbnail image

সাত বছর পর পরিচালনায় ফিরে ধামাকা দেখাচ্ছেন পরিচালক করণ জোহর। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি ঘরে তুলেছে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র। গতকাল বুধবার ছবির আয় ছিল ৬.৯ কোটি রুপি। সোমবার বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিকটা কম হলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা একেবারেই খারাপ নয় বলে মনে করছেন বলিউড বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।

আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু করেছিল ১১.১ কোটি রুপি দিয়ে। তবে শনি ও রোববার এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে ছবিটি আয় করে ৪৫.৯০ কোটি রুপি।‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দৃশ্যে রণবীর সিং-আলিয়া ভাট।

করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি লড়াই করছে হলিউডের ‘ওপেনহাইমার’, ‘বার্বি’এবং ‘মিশন ইম্পসিবল ৭ ’–এর সঙ্গে। এরপরেও বেশ ভালোই চলেছে ভারতের বক্স অফিসে। তবে সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় হয়তো দ্বিতীয় সপ্তাহান্তে আয় আরও বাড়বে।

এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দৃশ্যে রণবীর সিং-আলিয়া ভাট।

পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই সিনেমায়। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত