বিনোদন ডেস্ক
‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।
কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।
বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’
পরিচালক তাঁর কথায় আরও জানান যে বলিউডে নিয়মিতই একাধিক পুরোনো গান রিপ্রাইজ করা হয়, কেউ কোনও কম্পোজারের থেকে অনুমতি নেয় না। গানগুলোর ওপর অধিকার কেবল মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি পেলে আর কারও অনুমতি লাগে না।’
এই বিষয়ে যদিও পরে উত্তম সিং জানিয়েছেন, অনিল শর্মার সেই অধিকার আছে গান ব্যবহার করার কিন্তু তবুও মানবিকতার খাতিরে তাঁর থেকেও অনুমতি নেওয়া উচিত ছিল।
‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।
কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।
বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’
পরিচালক তাঁর কথায় আরও জানান যে বলিউডে নিয়মিতই একাধিক পুরোনো গান রিপ্রাইজ করা হয়, কেউ কোনও কম্পোজারের থেকে অনুমতি নেয় না। গানগুলোর ওপর অধিকার কেবল মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি পেলে আর কারও অনুমতি লাগে না।’
এই বিষয়ে যদিও পরে উত্তম সিং জানিয়েছেন, অনিল শর্মার সেই অধিকার আছে গান ব্যবহার করার কিন্তু তবুও মানবিকতার খাতিরে তাঁর থেকেও অনুমতি নেওয়া উচিত ছিল।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে