Ajker Patrika

কারা থাকবেন এবার ‘বিগ বস’–এর ঘরে?

বিনোদন ডেস্ক
আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২: ০৯
কারা থাকবেন এবার ‘বিগ বস’–এর ঘরে?

আগামী ৮ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ভূত’–এ শুরু হচ্ছে আলোচিত শো ‘বিগ বস ১৫’। এবার বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড অনলি সালমন খান। ১৯ সেপ্টেম্বর থেকে টিভিতে দেখা যাবে ‘বিগ বস’–এ সালমানের উপস্থাপনা। এ তো গেল বিগ বস–১৫ এর নতুন ফরম্যাটের কথা। এবার দেখে নেওয়া যাক বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীদের নাম।

অর্জুন বিজলানি

টিভি পর্দার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি। ইদানীং রোহিত শেট্টির ‘খতরো কি খিলাড়ি’ রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, অর্জুন নাকি থাকতে পারেন বিগ বসের নতুন সিজনে!

নেহা মারদানেহা মারদা

‘বালিকা বধু’, ‘ডোলি আরমানো কি’, ‘কিউ রিস্তো মে কট্টি বট্টি’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন নেহা। এবার তিনি সিরিয়ালের সেট থেকে সোজা উঠে আসবেন বিগ বসের রহস্যময় দুনিয়ায়– এমনই শোনা যাচ্ছে।

ঋদ্ধিমা পণ্ডিতঋদ্ধিমা পণ্ডিত

‘বউ হামারি রজনীকান্ত’ সিরিয়ালে অভিনয় করে ঋদ্ধিমা পণ্ডিত পরিচিতি পান। ‘খতরো কি খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের সিজন ৯-এ দেখা গিয়েছিল ঋদ্ধিমাকে। জানা গেছে, ঋদ্ধিমাকেও দেখা যেতে পারে বিগ বসের নতুন সিজনে।

দিব্যা আগারওয়ালদিব্যা আগারওয়াল

‘স্প্লিটভিলা ১০’–এ নজর কেড়েছিলেন দিব্যা আগারওয়াল। অভিনেতা প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে নাম জড়িয়ে পরিচিতি পেয়েছিলেন রাতারাতি। সেই দিব্যাকেই এবার দেখা যেতে পারে বিগ বসের ঘরে।

অমিত ট্যান্ডনঅমিত ট্যান্ডন

ইন্ডিয়ান আইডলের প্রতিযোগি অমিত ট্যান্ডন। গান থেকে কিছু দিনের বিরতি নিয়ে অমিত ধারাবাহিকও করেছেন। নিজের লুক বদলে একেবারে নতুন রূপে বিগ বসে দেখা যাবে অমিতকে।

অনুষা দান্ডেকরঅনুষা দান্ডেকর

তিনি মডেল ও উপস্থাপিকা। প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই খবরের আসেন অনুষা। তবে তাঁর নিজেরও ফ্যান–ফলোয়ার আছে অনেক। সেই অনুষা এবার বিগ বস মাতাতে পারেন।

আদা খানআদা খান

‘ইয়ে হ্যায় আশিকী’ ও ‘নাগিন’– আদা খান অভিনীত দুটি জনপ্রিয় ধারাবাহিক। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আদা খান এবার ঢুকে পড়তে পারেন বিগ বসের ঘরে।

রিয়া চক্রবর্তীরিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী গত বছরের সবচেয়ে আলোচিত নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘মিডিয়া ট্রায়াল’–এ পড়েছিলেন তিনি। মাদককাণ্ডে জড়িয়ে জেলও খাটেন। তখন থেকেই রিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগ বস নামেই যেখানে বিতর্ক, সেখানে রিয়া এসে বিতর্কে আরও আগুন দেবেন তা তো আন্দাজই করার কথা। শোনা যাচ্ছে, এই কারণেই বিগ বসে এন্ট্রি নিতে পারেন রিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত