বিনোদন ডেস্ক
দীর্ঘ চার বছরের বিরতির পর ২৫ জানুয়ারি ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলচ্চিত্রটি মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এবার জানা গেল নতুন খবর, ‘পাঠান’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। বলিউড ভাইজান সালমান খান আজ সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন।
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার প্রিন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। এবার খবরটি নিশ্চিত হলো। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ছবিটিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
ধুঁকতে থাকা বলিউড বক্স অফিস পুনরুদ্ধারে উঠেপড়ে লেগেছেন বলিউডের তারকারা। বলিউড বাদশাহর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’–এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে বলিউড—এমনই ধারণা করছেন অনেক চলচ্চিত্র বিশ্লেষক।
সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালান। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে বিতর্ক যেমন চলছে, এর সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্রিম টিকিট বিক্রিও। মুক্তির আগেই জার্মানিতে এরই মধ্যে ১ কোটি ৩২ লাখ রুপির টিকিট বিক্রি হয়ে গেছে। এদিক থেকে ‘কেজিএফ-২’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কেজিএফ-২ জার্মানিতে ব্যবসা করেছে ১ কোটি ২০ লাখের কাছাকাছি।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
দীর্ঘ চার বছরের বিরতির পর ২৫ জানুয়ারি ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলচ্চিত্রটি মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এবার জানা গেল নতুন খবর, ‘পাঠান’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। বলিউড ভাইজান সালমান খান আজ সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন।
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার প্রিন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। এবার খবরটি নিশ্চিত হলো। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ছবিটিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
ধুঁকতে থাকা বলিউড বক্স অফিস পুনরুদ্ধারে উঠেপড়ে লেগেছেন বলিউডের তারকারা। বলিউড বাদশাহর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’–এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে বলিউড—এমনই ধারণা করছেন অনেক চলচ্চিত্র বিশ্লেষক।
সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালান। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে বিতর্ক যেমন চলছে, এর সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্রিম টিকিট বিক্রিও। মুক্তির আগেই জার্মানিতে এরই মধ্যে ১ কোটি ৩২ লাখ রুপির টিকিট বিক্রি হয়ে গেছে। এদিক থেকে ‘কেজিএফ-২’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কেজিএফ-২ জার্মানিতে ব্যবসা করেছে ১ কোটি ২০ লাখের কাছাকাছি।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
২০ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
২০ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
২০ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
২০ ঘণ্টা আগে