মানসিক প্রস্তুতি নিয়েই সিনেমায় ফিরতে চান আমির

বিনোদন ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২৩, ১৫: ৪৩
Thumbnail image

মানসিকভাবে প্রস্তুত না হয়ে সিনেমার পর্দায় ফিরতে চান না বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা থ্রি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে আমির তাঁর ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে কথা বলেছেন।

আমিরকে নতুন লুকে দেখা যাওয়ায় তাকে সেখানে জিজ্ঞেস করা হয় তিনি পর্দায় ফিরছেন কি না। জবাবে আমির বলেন, ‘লুক বদলাইনি। এসব কিছুই না। আমি শুধু শেভ করছি না। চুলও কাটছি না।’

আমিরকে আরও জিজ্ঞেস করা হয় তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি? উত্তরে আমির বলেন, ‘আজ আমাদের শুধু ‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমা নিয়ে কথা বলা উচিত। তবু আপনারা যেহেতু প্রশ্ন করছেন, সেহেতু উত্তরটা আমি দিয়েই দিই। আমি এখনো কোনো সিনেমা করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটাই ভালো লাগছে। আমি আবার যখন মানসিকভাবে কোনো সিনেমার জন্য প্রস্তুত হব, তখন নিশ্চয়ই কোনো সিনেমায় কাজ করব।’

‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমায় দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া, কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত