যেন বিক্রম–ডিম্পলের ভালোবাসার পূর্ণতা দিলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
Thumbnail image

পর্দায় বিক্রম বাত্রা–ডিম্পল চিমার প্রেম কাহিনি অসম্পূর্ণ ছিল। সে ভালোবাসা পূর্ণতা পেল সিদ্ধার্থ–কিয়ারা জুটির বিয়ের মাধ্যমে।

শেরশাহ সিনেমার একটি দৃশ্যে বাস ছাড়ার সময় সিদ্ধার্থর আলিঙ্গনে কিয়ারার মুখে সেই সংলাপ কানে বাজতে থাকে এখনো ‘সাচ্চি মে ফাঁস গায়ি’।

গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধে সর্বজনীন মানবিক অনুভূতির পূর্ণতা দিয়েছেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

ছবি: ইনস্টাগ্রাম২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের গুঞ্জন ওঠে এ জুটির। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’ বিয়ের মাধ্যমে তাঁরা একে অন্য যেন হয়ে গেলেন নিজেদের সেরা বন্ধু।

ছবি: ইনস্টাগ্রামবিয়ের পর গত ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সিদ্ধার্থ–কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বলিউডের অনেক তারকা হাজির হয়েছিলেন সেই পার্টিতে।

ছবি: ইনস্টাগ্রামমুম্বাইয়ে সিদ্ধার্থ–কিয়ারার রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন–করণ জোহর, অভিষেক বচ্চন, রণবীর সিং ও আলিয়া ভাটের মতো তারকারা।

ছবি: ইনস্টাগ্রামগত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন এই জুটি। সেদিন রাতেই নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাঁরা।

ছবি: ইনস্টাগ্রামছবি পোস্ট করে ক্যাপশনে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের সারা জীবনের স্থায়ী বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আমরা সবার আশীর্বাদ চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত