বিনোদন ডেস্ক
করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।
কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।
পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’
করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।
করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।
কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।
পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’
করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
২ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
২ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
২ ঘণ্টা আগে