Ajker Patrika

করণের ছবি করছেন না পরমব্রত

বিনোদন ডেস্ক
করণের ছবি করছেন না পরমব্রত

করণ জোহরের সিনেমা মানেই বলিউডজুড়ে আলোচনা। তার ছবিতে অভিনয়ের প্রস্তাব যেন অভিনয়শিল্পীদের ভাগ্যের ব্যাপার। আর সেই পরিচালককে না করে দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালক করণকে জানিয়ে দিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাটকে নিয়ে তৈরি হওয়া করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তিনি কাজ করছেন না।

কয়েকদিন আগেই খবরে আসে করণ তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করেছেন। টোটাও খবরটি নিশ্চিত করেছেন। তবে ছবি নিয়ে কিছু জানাতে চাননি। তারপরই শোনা যায়, শুধু টোটা নয়, করণ জোহর নাকি পরমব্রত এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও ছবির অফার দিয়েছেন। সেই ছবির অফারই ফিরিয়ে দিয়েছেন পরম।

পরমব্রত জানিয়েছেন, ‘করণ জোহরের অফারটি পেয়ে সত্যিই খুব ভাল লেগেছিল। তবে যে চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল, সেটায় আমার বিশেষ কিছু করার নেই। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের যে পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে এরকম চরিত্রে অভিনয় করাটা ঠিক মনে হয়নি আমার। তবে ছবির চিত্রনাট্য খুব ভাল। দারুণ সব অভিনেতারা রয়েছেন। দর্শকরা অবশ্যই এই ছবি দেখতে যাবেন।’

করণ জোহর পরিচালকের আসনে থেকে সর্বশেষ ছবি বানিয়েছেন ‘অ্যায় দিল হে মুশকিল’। রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তৈরি সেই ছবি ব্যবসায়ীকভাবে সফল হয়নি। তারপর থেকেই করণ জোহর যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলেন। ছবি পরিচালনা ছেড়ে, প্রযোজনাতেই মন দিয়েছিলেন। তবে নেটফ্লিক্সের দুটো সিরিজে করণ জোহর স্বল্পদৈর্ঘ্য দুটি ছবি বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। প্রায় ৫ বছর পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন করণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত