Ajker Patrika

যে শঙ্কায় বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ জুন ২০২৪, ১২: ১৬
যে শঙ্কায় বিয়ে করছেন না সালমান, জানালেন বাবা সেলিম খান

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর, বয়স ৫৮ পেরোলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি সালমান খান। প্রতি মাসেই কারও না কারও বিয়ের খবরে হইচই বলিপাড়ায়। অন্যদিকে সব বিয়েতে হাজির থাকলেও বিয়ে থেকে নিজেকে শত দূরে সরিয়ে রেখেছেন ভাইজান। অনুরাগীরা অধীর অপেক্ষায় বসে থাকলেও তাঁর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সত্যিই কি বিয়ে করবেন না সালমান? অভিনেতা এ বিষয়ে কিছু না বললেও ছেলের বিয়ে নিয়ে কী ভাবছেন বাবা সেলিম খান? সম্প্রতি তাঁর একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সেখানে তিনি জানান, যে শঙ্কায় বিয়ে করছেন না সালমান।

ভিডিওতে সেলিম খানকে বলতে শোনা যায়, ‘আসলে সালমান খুবই সহজ-সরল। ও খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করে, কোনো মেয়েই তাঁর মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের গুণ খুঁজতে শুরু করে।’

সেলিম খান আরও বলেন, ‘সালমান চায়, ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছে না।’

একাধিক মামলা, মাফিয়াদের সঙ্গে সম্পর্কের অভিযোগ, বারবার হত্যার হুমকি—সব মিলিয়ে সালমানের জীবন অনেকখানি অনিশ্চিত। হতে পারে এই অনিশ্চয়তার কারণেই জীবনের সঙ্গে কাউকে জড়াতে চান না বলিউডের এই সুপারস্টার। একটি রিয়্যালিটি শোতে অবশ্য তেমন ইঙ্গিতই দিয়েছিলেন তিনি।

২০১৫ সালের ইন্ডিয়া টিভির রিয়্যালিটি শো ‘আপকি আদালত’-এ অতিথি হিসেবে গিয়েছিলেন ভাইজান। উপস্থাপক রজত শর্মা তাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। এখানে উপস্থাপকসহ উপস্থিত দর্শকও প্রশ্ন করেন ভাইজানকে। কবে বিয়ে করছেন সালমান খান—এমন প্রশ্ন করেন এক নারী ভক্ত। মজার ছলে ভাইজান বলে বসেন, ‘আমি বিয়ে করব, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তখন কী হবে!’

বাবা সেলিম খানের সাথে সালমানউপস্থাপক রজত শর্মা বুঝতে পারেন, নিছক মজা করেই উত্তর দিয়েছেন সালমান। এবার বিয়ে না করার সত্যিকার কারণটি জানতে চেয়ে প্রশ্ন করেন উপস্থাপক। তখন খান সাহেব বিয়ে না করার কারণ খোলাসা করেন। কারণ হিসেবে যোধপুর ও মুম্বাইয়ের ঘটনার সূত্র টানেন এই অভিনেতা।

সালমান খান বলেন, ‘আমার বিরুদ্ধে দুটো মামলা চলমান। হয়তো জিতে যাব। যদি জিততে না পারি; আমার সাজা হয়ে যায়, তখন কী হবে? এর আগে যদি বিয়ে করে ফেলি ,এটা কি ফেয়ার হবে? স্বামী জেলের ভেতরে থাকবে, সন্তান বাবাকে জেলের ভেতরে দেখবে?’ পরবর্তীকালে ভাইজান এ-ও বলেন, ‘যদি সব ঠিক হয়ে যায়, তাহলে ভেবে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত