বিনোদন ডেস্ক
সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।
সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৬ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে