বিনোদন ডেস্ক
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব সংগ্রামের স্মৃতি বারবার সামনে এনেছেন অভিনেতা। পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচ শ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তাঁর বাবার স্মৃতি। রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এবার শৈশবে সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি।
অভিনেতা বলেন, ‘পুরোনো বাড়িটাতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচ শ রুপিতে ভাড়া থাকতাম। কদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি ওখানেই থাকতাম।’
অক্ষয় আরও জানিয়েছেন, ‘ওখানে এখন আমাদের কেউ থাকে না। কিন্তু তবুও আমি ফ্ল্যাটটা রাখতে চাই। আমার এখনো মনে আছে আমি এবং আমার বোন বাবার ফিরে আসার অপেক্ষা করতাম, তখন তিনি সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতেন। সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে। একটা পেয়ারা গাছ ছিল, ফল পেড়ে খেতাম। আমি এখনো প্রতি মাসে সেখানে গিয়ে কিছু পেয়ারা ও ফুল নিয়ে আসি। মন থেকে বলছি যোগাযোগ রাখতে চাই। সেখান থেকেই তো আমি উঠে এসেছি।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ২০২৪ সালের সব থেকে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছে। বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমাতে দেখার অপেক্ষায় উন্মুখ দর্শকেরা।
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব সংগ্রামের স্মৃতি বারবার সামনে এনেছেন অভিনেতা। পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচ শ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তাঁর বাবার স্মৃতি। রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এবার শৈশবে সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি।
অভিনেতা বলেন, ‘পুরোনো বাড়িটাতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচ শ রুপিতে ভাড়া থাকতাম। কদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি ওখানেই থাকতাম।’
অক্ষয় আরও জানিয়েছেন, ‘ওখানে এখন আমাদের কেউ থাকে না। কিন্তু তবুও আমি ফ্ল্যাটটা রাখতে চাই। আমার এখনো মনে আছে আমি এবং আমার বোন বাবার ফিরে আসার অপেক্ষা করতাম, তখন তিনি সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতেন। সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে। একটা পেয়ারা গাছ ছিল, ফল পেড়ে খেতাম। আমি এখনো প্রতি মাসে সেখানে গিয়ে কিছু পেয়ারা ও ফুল নিয়ে আসি। মন থেকে বলছি যোগাযোগ রাখতে চাই। সেখান থেকেই তো আমি উঠে এসেছি।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ২০২৪ সালের সব থেকে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছে। বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমাতে দেখার অপেক্ষায় উন্মুখ দর্শকেরা।
তারকাদের জীবন নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভক্ত–অনুরাগীদের। টিভির পর্দা বা ম্যাগাজিনের পাতার বাইরে ব্যক্তিজীবনে তাঁরা কেমন, কীভাবে সামলান জীবনের বিভিন্ন ঝক্কি–ঝামেলা তা জানতে চান সবাই। ভক্ত–অনুরাগীদের সেই আগ্রহেই এবার নিজেদের সন্তান পালন নিয়ে কথা বললেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং সংগীত শিল্পী
৭ ঘণ্টা আগেবরাবরের মতোই নানা চমক নিয়ে আসছে এবারের ঈদের ‘ইত্যাদি’। ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে তৈরি হলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গাননি কোনো
১৬ ঘণ্টা আগেপ্রতিদিনের ইফতারি তৈরি নিয়ে দীপ্ত টিভি প্রচার করছে সহজেই সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘সহজ ইফতার’। প্রচারিত হচ্ছে প্রতিদিন বেলা ২টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালক মারিয়াম হোসেন নূপুর। প্রযোজনায় গৌরব সরকার। এ ছাড়া রমজান উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক আরও কয়েকটি অনুষ্ঠান।
১৬ ঘণ্টা আগেএম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা
১ দিন আগে