বিনোদন ডেস্ক
বছরটা শাহরুখময়, ‘পাঠান’, ‘জওয়ান’ এর পর চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন বলিউড বাদশাহ। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো ‘ডানকি’তে দেখা যাবে তাঁকে। মুক্তির সপ্তাখানেক আগেই উন্মাদনার পারদ চড়েছে। এদিকে বিশ্বব্যাপী শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা। ভারতের ২৪০টি শহরের সঙ্গে ভারতের বাইরে আরও ৫০ টির বেশি শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছে তারা।
টিম শাহরুখ খান ফ্যান ক্লাব সম্প্রতি এক্সে একটি বিশেষ ঘোষণা দেয়। সেখানে জানানো হয়, ভারত তো বটেই এর বাইরেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এক্সে তারা লিখেছে, ‘টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘‘ডানকি’’র বিশেষ শো। ভারতের ২৪০ টির বেশি শহর, বিদেশের ৫০ টির বেশি শহরে প্রদর্শিত হবে এটি। সব মিলিয়ে সপ্তাহান্তে পুরো বিশ্বে ৭৫০ এর বেশি শো দেখানো হবে ‘‘ডানকি’’র।’
এসআরকে বাংলাদেশ সিএফসির অ্যাডমিন কাজী শাহাদাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা রাখছি ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশে ‘‘ডানকি’’ মুক্তি পাবে। সেভাবে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যদি ২১ তারিখ মুক্তি না পায়, তাহলে যেদিন মুক্তি পাবে সেদিনই আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করব।’
উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
বছরটা শাহরুখময়, ‘পাঠান’, ‘জওয়ান’ এর পর চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন বলিউড বাদশাহ। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো ‘ডানকি’তে দেখা যাবে তাঁকে। মুক্তির সপ্তাখানেক আগেই উন্মাদনার পারদ চড়েছে। এদিকে বিশ্বব্যাপী শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা। ভারতের ২৪০টি শহরের সঙ্গে ভারতের বাইরে আরও ৫০ টির বেশি শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছে তারা।
টিম শাহরুখ খান ফ্যান ক্লাব সম্প্রতি এক্সে একটি বিশেষ ঘোষণা দেয়। সেখানে জানানো হয়, ভারত তো বটেই এর বাইরেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এক্সে তারা লিখেছে, ‘টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘‘ডানকি’’র বিশেষ শো। ভারতের ২৪০ টির বেশি শহর, বিদেশের ৫০ টির বেশি শহরে প্রদর্শিত হবে এটি। সব মিলিয়ে সপ্তাহান্তে পুরো বিশ্বে ৭৫০ এর বেশি শো দেখানো হবে ‘‘ডানকি’’র।’
এসআরকে বাংলাদেশ সিএফসির অ্যাডমিন কাজী শাহাদাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা রাখছি ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশে ‘‘ডানকি’’ মুক্তি পাবে। সেভাবে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যদি ২১ তারিখ মুক্তি না পায়, তাহলে যেদিন মুক্তি পাবে সেদিনই আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করব।’
উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৪ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে