দক্ষিণী সিনেমায় সালমান খান

বিনোদন ডেস্ক
Thumbnail image

তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘গডফাদার’-এর মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভক্তদের অসংখ্য সুপারহিট হিন্দি ছবি উপহার দিয়েছেন সালমান। তবে দক্ষিণী ছবিতে এই প্রথমবার দেখা যাবে ভাইজানকে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, চিরঞ্জীবীর পরবর্তী 'গডফাদার' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সালমানকে। সুপারহিট মালায়লাম ছবি ‘লুসিফার’-এর রিমেক তৈরি করছেন চিরঞ্জীবী। ছবিটির পরিচালনা করছেন মোহন রাজ। মালায়লাম ‘লুসিফার’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মোহনলাল। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। পৃথ্বীরাজের করা চরিত্রটিতেই দেখা যাবে সালমানকে। 

দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন সালমান খান ‘গড ফাদার’ চিরঞ্জীবীর ক্যারিয়ারের ১৫৩-তম ছবি হতে চলেছে। বুধবার চিরঞ্জীবী তাঁর টুইটারে সালমানের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে ওয়েলকাম গডফাদারে, তোমার উপস্থিতি টিমের প্রত্যেকের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। এই ছবিতে তোমার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি ‘কিক’ দেবে।’ 
 
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টাইগার থ্রি’ ছবির টিজার শেয়ার করেছেন সালমান। একই সঙ্গে ছবির মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ভাইজান। ২০২৩ সালের ঈদে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। বরাবরের মতো টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত