বিনোদন ডেস্ক
অক্ষয় কুমার ও টাইগার শ্রফের আসন্ন সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’র শুটিং ফ্লোরে চিতা বাঘের হামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ছবিটির মেকআপ শিল্পী শ্রাবণ বিশ্বকর্মা আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। তবে এ ঘটনার সময় শুটিং স্পটে অক্ষয় বা টাইগার শ্রফ উপস্থিত ছিলেন না।
শুটিং শেষ হওয়ার পর মেকআপ শিল্পী তাঁর এক বন্ধুকে হোটেলের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে তাঁর ওপর। হাসপাতাল থেকে শ্রাবণ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘বাইকে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে ছাড়তে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে ততক্ষণে আমি হাসপাতালের বিছানায়।’
এ দিকে মেকআপ শিল্পীর ওপর এই হামলায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এ ঘটনার গুরুত্ব বোঝার অনুরোধ করছি। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। সর্বভারতীয় সিনে ওয়ার্কার্সের সভাপতি হিসাবে আমি জানতে চাই, কে চিতা বাঘ থেকে বাঁচার নিশ্চয়তা দেবে? ফিল্ম সিটিতে বারবার চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। অথচ যেখানে হাজার হাজার শুটিং হয়। আমি চাই সরকারের এ বিষয়ে নজর দেওয়া দরকার। ফিল্ম সিটি তিন শ একর জমির ওপর নির্মিত। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধাও নেই। এখানে লাইটের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
বাশু ভগনানি এবং পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত অ্যাকশন ফিল্ম ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিয়া ছোট মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নির্মাতারা জানিয়েছেন, নতুন এই সিনেমাটি পুরোনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের সিনেমাটি থেকে শুধু নাম ধরা করা হয়েছে। গল্পেও রয়েছে ভিন্নতা।
অক্ষয় কুমার ও টাইগার শ্রফের আসন্ন সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’র শুটিং ফ্লোরে চিতা বাঘের হামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ছবিটির মেকআপ শিল্পী শ্রাবণ বিশ্বকর্মা আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। তবে এ ঘটনার সময় শুটিং স্পটে অক্ষয় বা টাইগার শ্রফ উপস্থিত ছিলেন না।
শুটিং শেষ হওয়ার পর মেকআপ শিল্পী তাঁর এক বন্ধুকে হোটেলের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে তাঁর ওপর। হাসপাতাল থেকে শ্রাবণ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘বাইকে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে ছাড়তে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে ততক্ষণে আমি হাসপাতালের বিছানায়।’
এ দিকে মেকআপ শিল্পীর ওপর এই হামলায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এ ঘটনার গুরুত্ব বোঝার অনুরোধ করছি। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। সর্বভারতীয় সিনে ওয়ার্কার্সের সভাপতি হিসাবে আমি জানতে চাই, কে চিতা বাঘ থেকে বাঁচার নিশ্চয়তা দেবে? ফিল্ম সিটিতে বারবার চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। অথচ যেখানে হাজার হাজার শুটিং হয়। আমি চাই সরকারের এ বিষয়ে নজর দেওয়া দরকার। ফিল্ম সিটি তিন শ একর জমির ওপর নির্মিত। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধাও নেই। এখানে লাইটের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
বাশু ভগনানি এবং পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত অ্যাকশন ফিল্ম ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিয়া ছোট মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নির্মাতারা জানিয়েছেন, নতুন এই সিনেমাটি পুরোনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের সিনেমাটি থেকে শুধু নাম ধরা করা হয়েছে। গল্পেও রয়েছে ভিন্নতা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে