বিনোদন ডেস্ক
‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।
‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
২ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৮ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৯ ঘণ্টা আগে