ভারতে স্পেনের নারীকে ধর্ষণ, যা বললেন রিচা চাড্ডা-দুলকার সালমানরা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১: ৪৩
Thumbnail image

স্বামীর সঙ্গে বাইকে করে এশিয়া ভ্রমণে বের হয়ে ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্পেনের এক নারী। পাকিস্তান ও বাংলাদেশ ঘুরে ভারতের বিহার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু ভারতের ঝাড়খন্ডের দুমকায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন সে নারী। দলবদ্ধ এ ধর্ষণ নিয়ে সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় তারকারা। রিচা চাড্ডা, দুলকার সালমানসহ অনেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

দুমকার দলবদ্ধ ধর্ষণ নিয়ে এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খোলেন অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি ইনস্টাগ্রামের একটি পোস্টে এই বিষয়ে লিখেছেন, ‘লজ্জাজনক! নিজেদের ঘরের মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে সেই একই কাজ ভারতীয়রা এবার বিদেশিদের সঙ্গেও করছে। সমাজটা একেবারেই পচে গেছে।’

এদিকে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান নির্যাতিতার স্বামীর বানানো একটি ভিডিও শেয়ার করেন। একই সঙ্গে সেটার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা শুনে ভেঙে পড়েছি জাস্ট। আপনারা কিছুদিন আগেই কোট্টায়াম ঘুরে গেলেন, সেখানে আমার ঘনিষ্ঠ বন্ধুরা আপনাদের রান্না করে খাওয়াল। আর তারপরই কিনা! এটা কখনোই কোথাও কারও সঙ্গে হওয়া উচিত নয়।’

দুলকার সালমানগায়িকা চিন্ময়ী শ্রীপদ এদিন তাঁর ক্ষোভ উগরে দেন এক্সে। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের দেশের স্লোগান নাকি অতিথি দেব ভব এবং বেটি বাঁচাও। এটা সবাই জানে যে ভারতীয় পুরুষেরা কীভাবে মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় এবং নির্যাতন করে। বাদ দেয় না বিদেশি মহিলাদেরও। কিছুদিন আগেই একজন কোরীয় মহিলাকে নিগ্রহ করা হয়েছিল।’

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১ মার্চ) রাতে ঝাড়খন্ড রাজ্যে এ ঘটনা ঘটে। প্রতিবেদনের তথ্য অনুসারে, পর্যটক দম্পতিটি বাইকে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পথে গতকাল রাতে জেলার হান্সদিহা এলাকায় তাঁবুতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেটি ছিল কিছুটা নির্জন জায়গা। একপর্যায়ে ৮-১০ জন যুবক এসে তাঁদের ওপর হামলা করে।

জারমুন্ডি সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, গতকাল রাতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও তদন্তে যোগ দিয়েছেন।

এ ঘটনায় জড়িত অভিযোগ পরদিন শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত