বিনোদন ডেস্ক
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
প্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
২ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
৩ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
৩ ঘণ্টা আগেবাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগে