বিনোদন ডেস্ক
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৪ মিনিট আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৫ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১০ ঘণ্টা আগে