অনলাইন ডেস্ক
বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন মুম্বাইয়ের ওশিয়াওয়ারায় অবস্থিত তাঁর ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি এই অ্যাপার্টমেন্টটি ৩১ কোটি রুপিতে কিনেছিলেন। চার বছর পর ক্রয়মূল্যের ১৬৮ শতাংশ বেশি দামে বাড়িটি বিক্রি করলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বচ্চনের এই বাড়িটি ওশিয়াওয়ারার ক্রিস্টাল গ্রুপের ‘দ্য আটলান্টিস’–এ অবস্থিত। প্রায় ১ দশমিক ৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটিতে ৪,৫ ও ৬ বিএইচকে (বেডরুম, হল, রান্নাঘর) অ্যাপার্টমেন্ট রয়েছে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে অ্যাপার্টমেন্টটি বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে মাসিক ১০ লাখ রুপিতে ভাড়া দেওয়া হয়েছিল। তিনি এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার আগে ৬০ লাখ রুপি জামানত দেন।
২০২৪ সালে বচ্চন পরিবার ওশিয়াওয়ারা এবং মাগাথানের (বোরিভালি ইস্ট) বাণিজ্যিক এলাকার আবাসন খাতে ১০০ কোটি রুপিরও বেশি বিনিয়োগ করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁদের আবাসন খাতে বিনিয়োগের মোট পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।
অমিতাভ বচ্চন সম্প্রতি নাগ অশ্বিনের ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া রজনীকান্তের ‘ভেট্টাইয়ান’ সিনেমাতেও তাঁকে দেখা গেছে। বর্তমানে তিনি রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’–এর সিজন–১৬ সঞ্চালনা করছেন। এই শোটি এ বছর ২৫ বছর পূর্ণ করল।
বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন মুম্বাইয়ের ওশিয়াওয়ারায় অবস্থিত তাঁর ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি এই অ্যাপার্টমেন্টটি ৩১ কোটি রুপিতে কিনেছিলেন। চার বছর পর ক্রয়মূল্যের ১৬৮ শতাংশ বেশি দামে বাড়িটি বিক্রি করলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বচ্চনের এই বাড়িটি ওশিয়াওয়ারার ক্রিস্টাল গ্রুপের ‘দ্য আটলান্টিস’–এ অবস্থিত। প্রায় ১ দশমিক ৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটিতে ৪,৫ ও ৬ বিএইচকে (বেডরুম, হল, রান্নাঘর) অ্যাপার্টমেন্ট রয়েছে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে অ্যাপার্টমেন্টটি বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে মাসিক ১০ লাখ রুপিতে ভাড়া দেওয়া হয়েছিল। তিনি এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার আগে ৬০ লাখ রুপি জামানত দেন।
২০২৪ সালে বচ্চন পরিবার ওশিয়াওয়ারা এবং মাগাথানের (বোরিভালি ইস্ট) বাণিজ্যিক এলাকার আবাসন খাতে ১০০ কোটি রুপিরও বেশি বিনিয়োগ করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁদের আবাসন খাতে বিনিয়োগের মোট পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।
অমিতাভ বচ্চন সম্প্রতি নাগ অশ্বিনের ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া রজনীকান্তের ‘ভেট্টাইয়ান’ সিনেমাতেও তাঁকে দেখা গেছে। বর্তমানে তিনি রিয়্যালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’–এর সিজন–১৬ সঞ্চালনা করছেন। এই শোটি এ বছর ২৫ বছর পূর্ণ করল।
টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে...
২ ঘণ্টা আগেবিগত বছরগুলোতে বাংলাদেশের শোবিজ জগতের অনেক তারকা পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। কেউ কেউ স্থায়ী হয়েছেন, কেউ আবার মাঝে মাঝে দেশে এসে কাজ করেন। এবার এই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়ক সাইমন সাদিক।
২ ঘণ্টা আগেহাসপাতালে ঘটনাবহুল ছয়টি দিন কাটিয়ে অবশেষে আজ বিকেলে বাড়ি ফিরলেন সাইফ আলী খান। এখন অনেকটাই সুস্থ তিনি, তাই চিকিৎসকের পরামর্শে ফিরলেন বাড়িতে। যেখানে হামলার ঘটনা ঘটেছিল, সেই সদগুরু শরণে ফেরেননি অভিনেতা।
১৪ ঘণ্টা আগেঅভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত কয়েকটি নাটক দর্শকপ্রিয় হয়েছে। সেই বিবেচনায় পরিচালক শামীম জামান এবার তাঁদের নিয়ে নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটিতে মোশাররফ করিম ও মিম অভিনয় করছেন স্বামী–স্ত্রীর ভূমিকায়। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।
১৪ ঘণ্টা আগে