বিনোদন ডেস্ক
‘পিসি (প্রিয়াঙ্কা চোপড়ার সংক্ষিপ্ত নাম), তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’ এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দিকে এমনই কটাক্ষ ছুড়ে দেন কারিনা কাপুর। তার কারণ জানতে গেলে একটু ফিরে দেখতে হবে।
এক সময়ে বলিউডের প্রথম সারিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কা। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু কয়েকটি ঘটনার পর তাঁরা নাকি একে অপরের মুখ দেখতেন না। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ, অভিনেতা শাহিদ কাপুর। কারিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে শাহিদ প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করতেন।
কিন্তু সেই সম্পর্কের সমীকরণও গেল পাল্টে। কারিনা বিয়ে করলেন সাইফ আলি খানকে। হলেন কারিনা কাপুর খান। প্রিয়াঙ্কা বিয়ে করলেন আমেরিকার পপ গায়ক নিক জোনাসকে। ব্যক্তিগত জীবনে সুখী তাঁরা। এমনই সময়ে বলিউড প্রযোজক করণ জোহর তাঁর একটি রিয়েলিটি শো-এ এই দুই তারকাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। করণ তাঁদের স্বামীদের নিয়ে প্রশ্ন করেন। নায়িকারা তাঁদের স্বামীর সম্পর্কে কতটা জানেন, তা যাচাই করতেই এই পরীক্ষা। কিন্তু প্রিয়াঙ্কা সেই পরীক্ষায় সফল হতে পারেননি। নিকের গান চিনতে পারেননি তিনি। সেই সময়ে মশকরা করে কারিনা বলেন, ‘‘পিসি, তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’’
প্রিয়াঙ্কা কিন্তু এক মুহূর্ত সময় না নিয়েই সেই মন্তব্যের জবাব দেন। বলেন, ‘আমি নিককে বিয়ে করেছি, ওর পেশাদার জীবনকে নয়। আর ওকে বিয়ে করার আগে গুগল করিনি।’
সম্প্রতি নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে। টুইটার, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা তাঁর নাম থেকে স্বামীর এবং নিজের পদবী সরিয়ে দিতেই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা উঠেছে। যদিও তার পরে ইনস্টাগ্রামে তারকা-দম্পতির কথোপকথন দেখে সেই জল্পনায় ইতি পড়েছে। একইসঙ্গে নায়িকার মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ সবই মিথ্যে রটনা।
‘পিসি (প্রিয়াঙ্কা চোপড়ার সংক্ষিপ্ত নাম), তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’ এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দিকে এমনই কটাক্ষ ছুড়ে দেন কারিনা কাপুর। তার কারণ জানতে গেলে একটু ফিরে দেখতে হবে।
এক সময়ে বলিউডের প্রথম সারিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কা। একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও দুই অভিনেত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু কয়েকটি ঘটনার পর তাঁরা নাকি একে অপরের মুখ দেখতেন না। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ, অভিনেতা শাহিদ কাপুর। কারিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে শাহিদ প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম করতেন।
কিন্তু সেই সম্পর্কের সমীকরণও গেল পাল্টে। কারিনা বিয়ে করলেন সাইফ আলি খানকে। হলেন কারিনা কাপুর খান। প্রিয়াঙ্কা বিয়ে করলেন আমেরিকার পপ গায়ক নিক জোনাসকে। ব্যক্তিগত জীবনে সুখী তাঁরা। এমনই সময়ে বলিউড প্রযোজক করণ জোহর তাঁর একটি রিয়েলিটি শো-এ এই দুই তারকাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। করণ তাঁদের স্বামীদের নিয়ে প্রশ্ন করেন। নায়িকারা তাঁদের স্বামীর সম্পর্কে কতটা জানেন, তা যাচাই করতেই এই পরীক্ষা। কিন্তু প্রিয়াঙ্কা সেই পরীক্ষায় সফল হতে পারেননি। নিকের গান চিনতে পারেননি তিনি। সেই সময়ে মশকরা করে কারিনা বলেন, ‘‘পিসি, তুমি তোমার স্বামী নিক জোনাসকে একদমই চেনো না যা দেখছি।’’
প্রিয়াঙ্কা কিন্তু এক মুহূর্ত সময় না নিয়েই সেই মন্তব্যের জবাব দেন। বলেন, ‘আমি নিককে বিয়ে করেছি, ওর পেশাদার জীবনকে নয়। আর ওকে বিয়ে করার আগে গুগল করিনি।’
সম্প্রতি নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে। টুইটার, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা তাঁর নাম থেকে স্বামীর এবং নিজের পদবী সরিয়ে দিতেই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা কথা উঠেছে। যদিও তার পরে ইনস্টাগ্রামে তারকা-দম্পতির কথোপকথন দেখে সেই জল্পনায় ইতি পড়েছে। একইসঙ্গে নায়িকার মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ সবই মিথ্যে রটনা।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
৩ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৮ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৯ ঘণ্টা আগে