বিনোদন ডেস্ক
রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘স্য়াম বাহাদুর’। সন্দ্বীপ রেড্ডি ভাঙার সিনেমার মতো দাপট দেখাতে না পারলেও মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ বক্স অফিসে দারুণভাবে টিকে রয়েছে। দেখতে দেখতে বক্স অফিসে পার করেছে ১৫ দিন, ভারতীয় বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।
সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, গতকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বক্স অফিস থেকে ‘স্যাম বাহাদুর’ আয় করেছে ৭৬.৭৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী বক্স অফিসে এর আয় ৯০ কোটি রুপির বেশি। আয় কম হলেও বক্স অফিসে ‘স্য়াম বাহাদুর’-এর ধারাবাহিক পারফরম্যান্সে বোঝা যাচ্ছে সিনেমাটি দর্শক বেশ পছন্দ করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁর জীবনী অবলম্বনে মেঘনা গুলজার বানিয়েছেন এই সিনেমা। ১৯১৪ সালের ৩ এপ্রিল স্যাম জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরের এক পার্সি পরিবারে।
প্রসঙ্গত, সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা ভিকি কৌশল, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। এর জন্য ১৫ কেজি ওজনের পেশি তৈরি করতে হয়েছে ভিকিকে। সঙ্গে ঘোড়ার পিঠে চড়ার দক্ষতাও অর্জন করতে হয়েছে।
‘স্যাম বাহাদুর’-এর কাহিনি যৌথভাবে লিখেছেন ভবানী আয়ার, শান্তনু শ্রীবাস্তব ও মেঘনা গুলজার। ভিকি কৌশল ছাড়াও এতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, এডওয়ার্ড সন্নেনক্লিক, শাকিব আয়ুব, শাম্মি জোনাস প্রমুখ।
রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘স্য়াম বাহাদুর’। সন্দ্বীপ রেড্ডি ভাঙার সিনেমার মতো দাপট দেখাতে না পারলেও মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ বক্স অফিসে দারুণভাবে টিকে রয়েছে। দেখতে দেখতে বক্স অফিসে পার করেছে ১৫ দিন, ভারতীয় বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।
সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, গতকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বক্স অফিস থেকে ‘স্যাম বাহাদুর’ আয় করেছে ৭৬.৭৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী বক্স অফিসে এর আয় ৯০ কোটি রুপির বেশি। আয় কম হলেও বক্স অফিসে ‘স্য়াম বাহাদুর’-এর ধারাবাহিক পারফরম্যান্সে বোঝা যাচ্ছে সিনেমাটি দর্শক বেশ পছন্দ করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁর জীবনী অবলম্বনে মেঘনা গুলজার বানিয়েছেন এই সিনেমা। ১৯১৪ সালের ৩ এপ্রিল স্যাম জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরের এক পার্সি পরিবারে।
প্রসঙ্গত, সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা ভিকি কৌশল, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। এর জন্য ১৫ কেজি ওজনের পেশি তৈরি করতে হয়েছে ভিকিকে। সঙ্গে ঘোড়ার পিঠে চড়ার দক্ষতাও অর্জন করতে হয়েছে।
‘স্যাম বাহাদুর’-এর কাহিনি যৌথভাবে লিখেছেন ভবানী আয়ার, শান্তনু শ্রীবাস্তব ও মেঘনা গুলজার। ভিকি কৌশল ছাড়াও এতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, এডওয়ার্ড সন্নেনক্লিক, শাকিব আয়ুব, শাম্মি জোনাস প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৪ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৭ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৯ ঘণ্টা আগে