বিনোদন ডেস্ক
ফিরেছেন কপিল শর্মা। দর্শকদের আগের মতোই আনন্দ দিচ্ছেন। ‘দ্য কপিল শর্মা শো’- নতুন সিজনও দর্শকদের মাঝে আলোচনা তৈরী করেছেন। তবে মাঝে কয়েক মাস বন্ধ ছিল এই শো। যে শো কপিলকে বিখ্যাত করেছে। আগে জানা গিয়েছিল, পরিবারকে সময় দেওয়ার জন্য ব্যক্তিগত কারণে এই শো বন্ধ রেখেছিলেন বলে জানিয়েছিলেন এতদিন। এ বার আরেক কারণ জানালেন এই কমেডিয়ান।
কপিল জানিয়েছেন, অসহ্য পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা এতটাই বেড়েছিল যে বিছানা থেকে উঠতে পারতেন না। সেই পরিস্থিতিতে শো বন্ধ করে দেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।
কপিল বলেন, ‘২০১৫ সালে আমি তখন আমেরিকায় ছিলাম। আমি পিঠের ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাই। সাময়িক আরাম পেয়েছিলাম। কিন্তু ব্যথা পুরোপুরি শেষ হয়নি। এ বছর জানুয়ারিতে আবার ওই একই ব্যথায় অসুস্থ হয়ে পড়ি। শিরদাঁড়ার আঘাত এমনই ছিল যে বহু পরিকল্পনা বাতিল করে শো বন্ধ করে দিতে বাধ্য হই।”
কপিল জানিয়েছেন, ব্যথার কারণে তাঁর ব্যবহার বদলে গিয়েছিল। সব কিছুতেই খুব বিরক্ত হয়ে যেতেন। কারণ ব্যথার কোনও সমাধান জানা ছিল না। ‘আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আবার এটাও লোকে বলত, খালি শুয়ে থাকছ, ওজন বেড়ে যাচ্ছে। শুধু সালাদ বা তরল জাতীয় খাবার খাওয়া ছিল আরও বিরক্তিকর। এ সব কিছুই সামলাতে হয়েছে আমাকে’ বলেন কপিল।
কয়েক মাস আগে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে জানিয়েছিলেন কপিল। কপিল এবং গিন্নি বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনায়রার জন্ম হয়। কিছুদিন আগেই এই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। সে কারণেই নাকি কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন কপিল। ফের ফিরছেন কাজে। এখন আগের থেকে অনেকটা ভাল আছেন বলে জানিয়েছেন তিনি।
ফিরেছেন কপিল শর্মা। দর্শকদের আগের মতোই আনন্দ দিচ্ছেন। ‘দ্য কপিল শর্মা শো’- নতুন সিজনও দর্শকদের মাঝে আলোচনা তৈরী করেছেন। তবে মাঝে কয়েক মাস বন্ধ ছিল এই শো। যে শো কপিলকে বিখ্যাত করেছে। আগে জানা গিয়েছিল, পরিবারকে সময় দেওয়ার জন্য ব্যক্তিগত কারণে এই শো বন্ধ রেখেছিলেন বলে জানিয়েছিলেন এতদিন। এ বার আরেক কারণ জানালেন এই কমেডিয়ান।
কপিল জানিয়েছেন, অসহ্য পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা এতটাই বেড়েছিল যে বিছানা থেকে উঠতে পারতেন না। সেই পরিস্থিতিতে শো বন্ধ করে দেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।
কপিল বলেন, ‘২০১৫ সালে আমি তখন আমেরিকায় ছিলাম। আমি পিঠের ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাই। সাময়িক আরাম পেয়েছিলাম। কিন্তু ব্যথা পুরোপুরি শেষ হয়নি। এ বছর জানুয়ারিতে আবার ওই একই ব্যথায় অসুস্থ হয়ে পড়ি। শিরদাঁড়ার আঘাত এমনই ছিল যে বহু পরিকল্পনা বাতিল করে শো বন্ধ করে দিতে বাধ্য হই।”
কপিল জানিয়েছেন, ব্যথার কারণে তাঁর ব্যবহার বদলে গিয়েছিল। সব কিছুতেই খুব বিরক্ত হয়ে যেতেন। কারণ ব্যথার কোনও সমাধান জানা ছিল না। ‘আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আবার এটাও লোকে বলত, খালি শুয়ে থাকছ, ওজন বেড়ে যাচ্ছে। শুধু সালাদ বা তরল জাতীয় খাবার খাওয়া ছিল আরও বিরক্তিকর। এ সব কিছুই সামলাতে হয়েছে আমাকে’ বলেন কপিল।
কয়েক মাস আগে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে জানিয়েছিলেন কপিল। কপিল এবং গিন্নি বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনায়রার জন্ম হয়। কিছুদিন আগেই এই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। সে কারণেই নাকি কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন কপিল। ফের ফিরছেন কাজে। এখন আগের থেকে অনেকটা ভাল আছেন বলে জানিয়েছেন তিনি।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৮ ঘণ্টা আগে