বিনোদন ডেস্ক
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৮ ঘণ্টা আগে