বিনোদন ডেস্ক
আল্লু অর্জুনের ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র হিন্দি সংস্করণ প্রেক্ষাগৃহে আসার কথা ২৬ জানুয়ারি। কিন্তু তার আগেই ছবির মুক্তি আটকাতে তড়িঘড়ি হায়দরাবাদ থেকে মুম্বাই ছুটে এলেন নায়কের বাবা প্রযোজক আল্লু অরবিন্দ। কিন্তু ছেলের ছবির মুক্তি আটকাতে কেন এতকিছু?
কার্তিক আরিয়ান এবং কৃতী স্যাননকে নিয়ে আল্লু অর্জুনের এই ছবির হিন্দি রিমেক তৈরি হচ্ছে। নাম ‘শেহজাদা’। ভূষণ কুমার এবং অমন গিলের সঙ্গে এই ছবির প্রযোজনা করছেন অরবিন্দ। তিনি চান, ডাবিং করা ছবি নয় বরং হিন্দিতে নতুন করে তৈরি ‘শেহজাদা’ দর্শক দেখুক।
‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-র হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছেন গোল্ডমাইন টেলিফিল্মসের কর্ণধার মণীশ গিরিশ শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নির্ধারিত দিনে অর্থাৎ ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শক। ইতিমধ্যেই আল্লু অরবিন্দের সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি। তবে শেষমেশ কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ দুই পক্ষের।
তেলুগু ছবিটিতে মুল চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, পূজা হেগড়ে এবং টাবু। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে তুমুল ব্যবসা করে। ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-র হিন্দি সংস্করণ ‘শেহজাদা’-তে কার্তিক, কৃতীর সঙ্গেই দেখা যাবে মনীষা কৈরালাকে। ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে ছেলের তেলুগু ছবিটির ডাব করা সংস্করণ প্রেক্ষাগৃহে আনার পক্ষপাতী নন আল্লু অরবিন্দ।
বলিউড সম্পর্কিত আরও পড়ুন:
আল্লু অর্জুনের ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’র হিন্দি সংস্করণ প্রেক্ষাগৃহে আসার কথা ২৬ জানুয়ারি। কিন্তু তার আগেই ছবির মুক্তি আটকাতে তড়িঘড়ি হায়দরাবাদ থেকে মুম্বাই ছুটে এলেন নায়কের বাবা প্রযোজক আল্লু অরবিন্দ। কিন্তু ছেলের ছবির মুক্তি আটকাতে কেন এতকিছু?
কার্তিক আরিয়ান এবং কৃতী স্যাননকে নিয়ে আল্লু অর্জুনের এই ছবির হিন্দি রিমেক তৈরি হচ্ছে। নাম ‘শেহজাদা’। ভূষণ কুমার এবং অমন গিলের সঙ্গে এই ছবির প্রযোজনা করছেন অরবিন্দ। তিনি চান, ডাবিং করা ছবি নয় বরং হিন্দিতে নতুন করে তৈরি ‘শেহজাদা’ দর্শক দেখুক।
‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-র হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছেন গোল্ডমাইন টেলিফিল্মসের কর্ণধার মণীশ গিরিশ শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নির্ধারিত দিনে অর্থাৎ ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শক। ইতিমধ্যেই আল্লু অরবিন্দের সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি। তবে শেষমেশ কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ দুই পক্ষের।
তেলুগু ছবিটিতে মুল চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, পূজা হেগড়ে এবং টাবু। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে তুমুল ব্যবসা করে। ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’-র হিন্দি সংস্করণ ‘শেহজাদা’-তে কার্তিক, কৃতীর সঙ্গেই দেখা যাবে মনীষা কৈরালাকে। ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে ছেলের তেলুগু ছবিটির ডাব করা সংস্করণ প্রেক্ষাগৃহে আনার পক্ষপাতী নন আল্লু অরবিন্দ।
বলিউড সম্পর্কিত আরও পড়ুন:
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৮ ঘণ্টা আগে