বিনোদন ডেস্ক
আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তীর্থানন্দ রাও কপিল শর্মার সঙ্গে ‘কমেডি সার্কাস কে আজুবে’তে কাজ করেছিলেন।
তীর্থানন্দ রাও ফেসবুক লাইভে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।
লাইভে তীর্থানন্দ রাও এক নারীর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেল’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, গত বছরের অক্টোবর থেকে ওই নারীর সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। সেই নারী তাকে ব্ল্যাকমেল করছেন এমনকি তার বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগও দায়ের করে রেখেছেন। সেই নারীর জন্য ৩-৪ লাখ রুপি ধার করতে হয়েছে তীর্থানন্দকে।
তীর্থানন্দ রাও অভিযোগ করে বলেন, তিনি এখন ঋণগ্রস্ত। তিনি বলেন ‘আমার বর্তমান আর্থিক এবং মানসিক অবস্থার জন্য এই নারী দায়ী।’
হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, তীর্থানন্দ রাওকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ রাও। ২০২১ সালের ডিসেম্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।
আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তীর্থানন্দ রাও কপিল শর্মার সঙ্গে ‘কমেডি সার্কাস কে আজুবে’তে কাজ করেছিলেন।
তীর্থানন্দ রাও ফেসবুক লাইভে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।
লাইভে তীর্থানন্দ রাও এক নারীর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেল’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, গত বছরের অক্টোবর থেকে ওই নারীর সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। সেই নারী তাকে ব্ল্যাকমেল করছেন এমনকি তার বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগও দায়ের করে রেখেছেন। সেই নারীর জন্য ৩-৪ লাখ রুপি ধার করতে হয়েছে তীর্থানন্দকে।
তীর্থানন্দ রাও অভিযোগ করে বলেন, তিনি এখন ঋণগ্রস্ত। তিনি বলেন ‘আমার বর্তমান আর্থিক এবং মানসিক অবস্থার জন্য এই নারী দায়ী।’
হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, তীর্থানন্দ রাওকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ রাও। ২০২১ সালের ডিসেম্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৩ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৭ ঘণ্টা আগে