বিনোদন ডেস্ক
কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।
কঙ্গনা রানাওয়াতের প্রযোজনায় ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমায় জুনিয়র অভিনেতার ভূমিকায় দেখা যাবে নওয়াজুদ্দিনকে। ক্যারিয়ারের শুরুতে বড় চরিত্র পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি নওয়াজকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেই শুরুর দিনগুলোর কথা বলেছেন নওয়াজ।
সাক্ষাৎকারে শুরুর দিনের কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘একসময় অনেক স্ট্রাগল করতাম, সেই সময়টা বেশ দীর্ঘ ছিল, প্রায় পাঁচ-ছয় বছর। তখন যখন বাড়ি যেতাম, আমার মা-বাবা ডিসকভারি চ্যানেল দেখতেন, আর বলতেন—কুকুর, বিড়াল, হাতি ঘোড়া সবাইকেই তো টিভিতে দেখা যায়, তোকে কবে দেখা যাবে? আর আমি উত্তরে বলতাম, অপেক্ষা করো, একদিন সময় আসবে।’
নওয়াজ আরও বলেন, ‘একসময় এমনো মনে হয়েছে ফিরে যাই, কিছু হয়তো হবে না। তারপর ভাবতাম, কিন্তু ফিরে গিয়ে করবই বা কী! আর কিছু তো পারি না। ফিরে গিয়ে গ্রামের লোকজনকে কী জবাব দেব এই ভাবনাও মাথায় ঘুরত! তখন ভাবতাম, কিছু হোক না হোক, এখানেই থাকব, ফিরে যাব না।’
‘টিকু ওয়েডস শেরু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭। ইতিমধ্যে এই কারণেই আলোচনায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি। সিনেমার ট্রেলারে ২০ বছরের অভিনীত কউরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে। আর এই দৃশ্য নিয়েই আলোচনা তুঙ্গে।
এদিকে সম্প্রতি ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা জানান, চিত্রনাট্য লেখারও আগে এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে ইরফান খানের আকস্মিক মৃত্যুর পর আটকে গিয়েছিল সিনেমাটির কাজ। পরে নওয়াজউদ্দিন ও কোনও নতুন মুখকে নিয়ে এটির প্রযোজনার সিদ্ধান্ত নেন কঙ্গনা। আগামী ২৩ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমাটি।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৪ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৭ ঘণ্টা আগে