বিনোদন ডেস্ক
ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৬ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে