বিনোদন ডেস্ক
মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে