বিনোদন ডেস্ক
মুক্তির মাত্র ২৮ দিনে এক হাজার কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলল শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২৮ দিন শেষে ভারতে পাঠানের মোট আয় ৬২৩ কোটি রুপি এবং ভারতের বাইরে এর আয় ৩৭৭ কোটি রুপি। মুক্তির প্রায় এক মাস পার করেছে শাহরুখ খানের পাঠান। এরপরও সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দুও কমেনি। এখনো বক্স অফিস নিয়ন্ত্রণ এরই প্রমাণ দেয়।
ভারতের পঞ্চম ও বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এই ম্যাজিক ফিগার ছুঁয়েছে পাঠান। এই আয়ের মাধ্যমে হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’-এর রেকর্ডে ভাগ বসাল পাঠান। এত দিন এক হাজার কোটি রুপি আয় করা একমাত্র বলিউড সিনেমা ছিল আমির খানের ‘দঙ্গল’। এ ছাড়া দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ এক হাজার কোটির মাইলফলক ছুঁয়েছিল।
বিতর্ক ও বর্জন—কোনো কিছুই পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারেনি। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখনো অনেক শো হাউসফুল যাচ্ছে। সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই।
প্রসঙ্গত, চার বছর পর পাঠানোর মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে করছেন একের পর এক রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। বিশ্বজুড়ে প্রায় আট হাজার স্ক্রিনে একযোগে গত ২৫ জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
মুক্তির মাত্র ২৮ দিনে এক হাজার কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলল শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২৮ দিন শেষে ভারতে পাঠানের মোট আয় ৬২৩ কোটি রুপি এবং ভারতের বাইরে এর আয় ৩৭৭ কোটি রুপি। মুক্তির প্রায় এক মাস পার করেছে শাহরুখ খানের পাঠান। এরপরও সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দুও কমেনি। এখনো বক্স অফিস নিয়ন্ত্রণ এরই প্রমাণ দেয়।
ভারতের পঞ্চম ও বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এই ম্যাজিক ফিগার ছুঁয়েছে পাঠান। এই আয়ের মাধ্যমে হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’-এর রেকর্ডে ভাগ বসাল পাঠান। এত দিন এক হাজার কোটি রুপি আয় করা একমাত্র বলিউড সিনেমা ছিল আমির খানের ‘দঙ্গল’। এ ছাড়া দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ এক হাজার কোটির মাইলফলক ছুঁয়েছিল।
বিতর্ক ও বর্জন—কোনো কিছুই পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারেনি। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখনো অনেক শো হাউসফুল যাচ্ছে। সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই।
প্রসঙ্গত, চার বছর পর পাঠানোর মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে করছেন একের পর এক রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। বিশ্বজুড়ে প্রায় আট হাজার স্ক্রিনে একযোগে গত ২৫ জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
চলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
৬ মিনিট আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১২ ঘণ্টা আগে