বিনোদন ডেস্ক
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ বছরের অন্যতম বলিউড হিট। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে বলিউডের কোনো বড় মুখ ছিলেন না, এমনকি এর বাজেটও বেশি নয়। এর পরও সিনেমাটি মানুষের মন জয় করেছে। প্রেক্ষাগৃহে সফলতার পর গত ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির এক মাসেই বাজিমাত, রণবীর কাপুরের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’কে ছাপিয়ে গেল কিরণ পরিচালিত সিনেমাটি। নেটফ্লিক্সে দ্বিতীয় সর্বাধিক দেখা ভারতীয় ছবির তকমা পেল ‘লাপাতা লেডিস’।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ বছরের অন্যতম বলিউড হিট। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে বলিউডের কোনো বড় মুখ ছিলেন না, এমনকি এর বাজেটও বেশি নয়। এর পরও সিনেমাটি মানুষের মন জয় করেছে। প্রেক্ষাগৃহে সফলতার পর গত ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির এক মাসেই বাজিমাত, রণবীর কাপুরের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’কে ছাপিয়ে গেল কিরণ পরিচালিত সিনেমাটি। নেটফ্লিক্সে দ্বিতীয় সর্বাধিক দেখা ভারতীয় ছবির তকমা পেল ‘লাপাতা লেডিস’।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে