বিনোদন প্রতিবেদক
ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করে। এই কিংবদন্তি গায়িকা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন বিষয়ে নিজের ভাবনা। সেই ভাবনাগুলো পাঠকদের সামনে তুলে ধরা হলো।
মৃত্যু নিয়ে ভাবনা
যখন মানুষ চলে যায় তখন একটা অদ্ভূত শূন্যতা ঘিরে ধরে। আমার এক খুব কাছের বন্ধু ছিল, কানাডায় থাকত। সে যখন মারা গেল, আমি খুবই ভেঙে পড়েছিলাম। চিকিৎসক অনেক আগেই আমাকে বলে দিয়েছেন আমি যেন কোনো মৃতদেহ দেখতে না যাই। আমার সব বন্ধুরাই একে একে চলে গেল, সোনালি দিনগুলো শেষ!
বোন আশা ভোসলে প্রসঙ্গে
আশা নিজের মতো গেয়েছিল বলেই আমার ছায়া হয়ে থাকেনি। আমাদের মধ্যে কখনও কোনো পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা ছিল না। ও গান করার ক্ষেত্রে আমার থেকে একটি সম্পূর্ণ ভিন্ন কায়দা তৈরি করেছে। ও যা করতে পারত, আমি তা করতে পারতাম না।
পঁচাত্তরের বেশি সময় গানে
আমি তো জীবনে আর কিছু নিয়ে সময় কাটাইনি। আমার মনে হয়েছে আমার জীবনধারণ গান গাইবার জন্য, তাই গেয়ে গেছি। গান গাওয়া এমন আনন্দের ঝরণা, যে কখনও বিরক্তি দেয়নি। গান ছাড়া জীবনে তো কিছু শিখিওনি। বছরের তিনশ পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘণ্টা এটা নিয়েই বুঁদ হয়ে থাকি। সারাক্ষণ ভাবি, কী করে আরও ভালো গাইতে পারি।
ভরা পেটে রেকর্ডিং নয়
যে দিন রেকর্ডিং থাকে আমি তো সে দিন কিছু খাই না। ভরপেটে রেকর্ডিং হয় নাকি! শুধু চা খাই।
গলার ফ্রেশনেস
গলার সজীবতা থাকতেই হবে। সবসময় থাকতে হবে। আমার জীবনে এমন হয়েছে যে, টানা রেকর্ডিংয়ের শিডিউল। অথচ হঠাৎ করে আমার সাইনাসের প্রবলেম। আমি দ্রুত বলেছি, সব ক্যানসেল করছি। প্লিজ কিছু মনে করবেন না। আপনারা অন্য কাউকে দিয়ে প্লেব্যাক করিয়ে নিন। তারা অবাক হয়ে বলেছে, আপনার তো সাইনাস প্রবলেম। তার জন্য সব ক্যানসেল করছেন? আমি অনড় থেকেছি, কোয়ালিটির সঙ্গে কখনও কম্প্রোমাইজ করতে চাইনি। সাইনাসের সামান্য সমস্যাও গলাকে আক্রান্ত করতে পারে। ওই তাজা ভাবটাই তখন থাকবে না। সেই ঝুঁকি আমি নেব না। ঈশ্বর জানেন, কোনওদিন নিইনি।
নারীদের সম্মান
আসলে কর্মজীবী নারীদের সম্মান ও মর্যাদা দিতে হবে, একটু জায়গা দিতে হবে। যদি সেটা কেউ না দেয়, তাঁদের উচিত শিক্ষা দেওয়া উচিত।
অনুষ্ঠানে যাননি অনেক বছর
বহু বছর আগে আমি একবার রাজ কাপুরের জন্মদিনে গিয়েছিলাম। আর কোনও ফাংশনে যাইনি। আমি বলেই দিই যে, অত ভিড়ে আমি কমফর্টেবল ফিল করি না। আমাকে ডেকে কী লাভ? আমি স্রেফ এক কোণে গিয়ে মুখ গুঁজে বসে থাকব। সেটা আনন্দ অনুষ্ঠানে কাঙ্ক্ষিতও নয়। ওরা তখন বোঝে।
লতার গানে সেরা
লিপ ভালো দিয়েছে এ রকম অনেকেই আছে। তবে সেরা তিনজন বললে— মীনা কুমারী, নূতন আর মাধুরী। নার্গিস খুব ভালো ছিল। মধুবালা, ওয়াহিদা, রেখা, কাজল, রানি। কিন্তু আমি যে তিনজনের কথা বললাম, এরা প্রত্যেকেই নিজেরা ভালো গাইত বলে অ্যাডভান্টেজ ছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, সংবাদ প্রতিদিন
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:
ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আজ রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করে। এই কিংবদন্তি গায়িকা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বিভিন্ন বিষয়ে নিজের ভাবনা। সেই ভাবনাগুলো পাঠকদের সামনে তুলে ধরা হলো।
মৃত্যু নিয়ে ভাবনা
যখন মানুষ চলে যায় তখন একটা অদ্ভূত শূন্যতা ঘিরে ধরে। আমার এক খুব কাছের বন্ধু ছিল, কানাডায় থাকত। সে যখন মারা গেল, আমি খুবই ভেঙে পড়েছিলাম। চিকিৎসক অনেক আগেই আমাকে বলে দিয়েছেন আমি যেন কোনো মৃতদেহ দেখতে না যাই। আমার সব বন্ধুরাই একে একে চলে গেল, সোনালি দিনগুলো শেষ!
বোন আশা ভোসলে প্রসঙ্গে
আশা নিজের মতো গেয়েছিল বলেই আমার ছায়া হয়ে থাকেনি। আমাদের মধ্যে কখনও কোনো পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা ছিল না। ও গান করার ক্ষেত্রে আমার থেকে একটি সম্পূর্ণ ভিন্ন কায়দা তৈরি করেছে। ও যা করতে পারত, আমি তা করতে পারতাম না।
পঁচাত্তরের বেশি সময় গানে
আমি তো জীবনে আর কিছু নিয়ে সময় কাটাইনি। আমার মনে হয়েছে আমার জীবনধারণ গান গাইবার জন্য, তাই গেয়ে গেছি। গান গাওয়া এমন আনন্দের ঝরণা, যে কখনও বিরক্তি দেয়নি। গান ছাড়া জীবনে তো কিছু শিখিওনি। বছরের তিনশ পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘণ্টা এটা নিয়েই বুঁদ হয়ে থাকি। সারাক্ষণ ভাবি, কী করে আরও ভালো গাইতে পারি।
ভরা পেটে রেকর্ডিং নয়
যে দিন রেকর্ডিং থাকে আমি তো সে দিন কিছু খাই না। ভরপেটে রেকর্ডিং হয় নাকি! শুধু চা খাই।
গলার ফ্রেশনেস
গলার সজীবতা থাকতেই হবে। সবসময় থাকতে হবে। আমার জীবনে এমন হয়েছে যে, টানা রেকর্ডিংয়ের শিডিউল। অথচ হঠাৎ করে আমার সাইনাসের প্রবলেম। আমি দ্রুত বলেছি, সব ক্যানসেল করছি। প্লিজ কিছু মনে করবেন না। আপনারা অন্য কাউকে দিয়ে প্লেব্যাক করিয়ে নিন। তারা অবাক হয়ে বলেছে, আপনার তো সাইনাস প্রবলেম। তার জন্য সব ক্যানসেল করছেন? আমি অনড় থেকেছি, কোয়ালিটির সঙ্গে কখনও কম্প্রোমাইজ করতে চাইনি। সাইনাসের সামান্য সমস্যাও গলাকে আক্রান্ত করতে পারে। ওই তাজা ভাবটাই তখন থাকবে না। সেই ঝুঁকি আমি নেব না। ঈশ্বর জানেন, কোনওদিন নিইনি।
নারীদের সম্মান
আসলে কর্মজীবী নারীদের সম্মান ও মর্যাদা দিতে হবে, একটু জায়গা দিতে হবে। যদি সেটা কেউ না দেয়, তাঁদের উচিত শিক্ষা দেওয়া উচিত।
অনুষ্ঠানে যাননি অনেক বছর
বহু বছর আগে আমি একবার রাজ কাপুরের জন্মদিনে গিয়েছিলাম। আর কোনও ফাংশনে যাইনি। আমি বলেই দিই যে, অত ভিড়ে আমি কমফর্টেবল ফিল করি না। আমাকে ডেকে কী লাভ? আমি স্রেফ এক কোণে গিয়ে মুখ গুঁজে বসে থাকব। সেটা আনন্দ অনুষ্ঠানে কাঙ্ক্ষিতও নয়। ওরা তখন বোঝে।
লতার গানে সেরা
লিপ ভালো দিয়েছে এ রকম অনেকেই আছে। তবে সেরা তিনজন বললে— মীনা কুমারী, নূতন আর মাধুরী। নার্গিস খুব ভালো ছিল। মধুবালা, ওয়াহিদা, রেখা, কাজল, রানি। কিন্তু আমি যে তিনজনের কথা বললাম, এরা প্রত্যেকেই নিজেরা ভালো গাইত বলে অ্যাডভান্টেজ ছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, সংবাদ প্রতিদিন
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৬ ঘণ্টা আগে