প্রতিনিধি, কলকাতা
ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা। ভারতীয় অভিনেতা হয়ে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী শিল্পীকে হারিয়ে শোকে বিহ্বল টালিউডও। আজ বুধবার সকালে মুম্বাই থেকে দুঃসংবাদ কলকাতায় পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহান শিল্পীর মৃত্যুর খবর পেয়েই শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সামাজিক গণমাধ্যমে তিনি লেখেন, বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে খুবই শোকাহত ৷ তাঁর অসামান্য অভিনয়দক্ষতা মানুষকে আনন্দ দিয়েছে চিরকাল ৷
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু ও তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মমতা। তাঁর মতে, সব প্রজন্মের কাছেই দিলীপ কুমার সমান জনপ্রিয় থাকবেন।
কলকাতায় বাংলা সিনেমাজগৎ টালিউডও শোক জানিয়েছে। বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষের মতে, দিলীপ কুমারের মৃত্যু ভারতীয় সিনেমারই শুধু নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও বিরাট ক্ষতি।
তরুণ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে, ভারতীয় সিনেমার অন্যতম সফল আইকন দিলীপ কুমার। ভারতীয় সিনেমাজগৎ চিরকাল মনে রাখবে এই মহান শিল্পীকে।
দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন।
দিলীপ কুমার তাঁর অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। আটবার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।
দিলীপ কুমার ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। দিলীপ কুমারের শেষ ছবি `কিলা'। যেটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল।
ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা। ভারতীয় অভিনেতা হয়ে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী শিল্পীকে হারিয়ে শোকে বিহ্বল টালিউডও। আজ বুধবার সকালে মুম্বাই থেকে দুঃসংবাদ কলকাতায় পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহান শিল্পীর মৃত্যুর খবর পেয়েই শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সামাজিক গণমাধ্যমে তিনি লেখেন, বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে খুবই শোকাহত ৷ তাঁর অসামান্য অভিনয়দক্ষতা মানুষকে আনন্দ দিয়েছে চিরকাল ৷
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু ও তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মমতা। তাঁর মতে, সব প্রজন্মের কাছেই দিলীপ কুমার সমান জনপ্রিয় থাকবেন।
কলকাতায় বাংলা সিনেমাজগৎ টালিউডও শোক জানিয়েছে। বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষের মতে, দিলীপ কুমারের মৃত্যু ভারতীয় সিনেমারই শুধু নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও বিরাট ক্ষতি।
তরুণ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে, ভারতীয় সিনেমার অন্যতম সফল আইকন দিলীপ কুমার। ভারতীয় সিনেমাজগৎ চিরকাল মনে রাখবে এই মহান শিল্পীকে।
দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন।
দিলীপ কুমার তাঁর অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। আটবার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।
দিলীপ কুমার ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। দিলীপ কুমারের শেষ ছবি `কিলা'। যেটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল।
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
২ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৩ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৫ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৬ ঘণ্টা আগে