বিনোদন ডেস্ক
করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।
করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
২ মিনিট আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
২ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
২ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৪ ঘণ্টা আগে