সবাইকে ছাড়িয়ে শীর্ষ ধনী অভিনেত্রী জুহি চাওলা

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৬: ৩২
Thumbnail image
জুহি চাওলা। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে বলিউডের বাজার অনেকটা ফুলে-ফেঁপে ওঠে। সিনেমার বাজেট যেমন কয়েক গুণ বেড়েছে ওই সময়, তেমনি তারকাদের পারিশ্রমিকও। অনেক তারকা সিনেমাপ্রতি এক কোটি রুপি পারিশ্রমিক নিতে শুরু করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও প্রসারে তারকাদের অংশগ্রহণ বাড়তে থাকে। অনেক তারকা ব্যবসাও শুরু করেন। ফলে বলিউড তারকাদের মিলিয়নিয়ার হতে বেশি সময় লাগেনি।

বিশ্বের সেরা ধনী চলচ্চিত্র তারকাদের তালিকা করলে এখন বলিউডের অনেকের নামই উঠে আসে। কয়েক দশক আগেও সেটা অকল্পনীয় ছিল। এটা যে শুধু পুরুষ তারকাদের বেলায়, তা নয়; নারীরাও এগিয়ে গেছেন সমানতালে।

বলিউডের অভিনেত্রীরা কে কত সম্পদের মালিক, তার একটি তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি। হুরুন রিচ লিস্ট নামের ওই তালিকায় শীর্ষ স্থানে আছেন এমন একজন অভিনেত্রী, যিনি এখন সিনেমায় আগের মতো নিয়মিত নন। গত এক দশকে কোনো হিট সিনেমাও নেই তাঁর।

অথচ সেই জুহি চাওলাই এখন ভারতের শীর্ষ ধনী অভিনেত্রী। বলিউডের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখের দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার তিনি।হুরুন রিচ লিস্ট অনুযায়ী, সম্পদের দিক থেকে শাহরুখ খানের পরেই জুহির অবস্থান। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার ৬০০ কোটি রুপি।

বলিউডের অন্যান্য অভিনেত্রীর তুলনায় সম্পদের দিক থেকে জুহি কয়েক গুণ এগিয়ে। জুহির পর ঐশ্বরিয়া রাই আছেন দ্বিতীয় স্থানে। তাঁর সম্পদের পরিমাণ ৮৫০ কোটি রুপি। নিজের কয়েকটি ব্র্যান্ড, প্রযোজনা প্রতিষ্ঠান আর হলিউডের সিনেমা অভিনয়—এসব ক্ষেত্র থেকে প্রিয়াঙ্কা চোপড়ার আয়ও কম নয়। ৬৫০ কোটি রুপির মালিক হয়ে তিনি আছেন তৃতীয় অবস্থানে।

চতুর্থ অবস্থানে আছেন আলিয়া ভাট। তাঁরও নানামাত্রিক ব্যবসা আছে। আলিয়ার সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। আর ৫০০ কোটি রুপি নিয়ে এ তালিকায় দীপিকা পাড়ুকোন আছেন পঞ্চম স্থানে। এ চারজনের তুলনায় জুহি চাওলা এতটাই এগিয়ে আছেন যে তাঁদের সম্পদ একত্র করলেও জুহির সমান হবে না।

নব্বইয়ের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন জুহি। সিনেমা থেকে অনেক অর্থ আয় করেছেন। তবে জুহির এই বিপুল সম্পদের পেছনে সিনেমার চেয়ে অনেক বেশি অবদান রেখেছে নানামাত্রিক ব্যবসা।

রেড চিলিজ গ্রুপের অন্যতম অংশীদার তিনি। কলকাতা নাইট রাইডার্সসহ কয়েকটি ক্রিকেট দলে বিনিয়োগ আছে তাঁর। রিয়েল এস্টেটেও জুহির বিনিয়োগের পরিমাণ কম নয়। এ ছাড়া তাঁর মিলিয়নিয়ার স্বামী জয় মেহতার সঙ্গেও অনেক ব্যবসায় যুক্ত আছেন জুহি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত