বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত যুক্তরাষ্ট্রের প্রবাসী মিনু। অভিনেতার সবকিছুর খবর রাখেন তিনি। ফ্যান পেজ ও গ্রুপগুলোতে আপডেটের অপেক্ষায় থাকেন সব সময়। এক ফ্যান পেজের অ্যাডমিনদের কাছে থেকে খবর আসে, জীবন সংকটে আছেন সিদ্ধার্থ। স্ত্রী কিয়ারা আদভানি খুনের হুমকি দিয়ে ও কালো জাদু করে বিয়ে করেছেন তাঁকে। বর্তমানে সিদ্ধার্থ বেশ সংকটে আছেন, তাঁর টাকার খুব প্রয়োজন। প্রিয় তারকার বিপদ শুনে সঙ্গে সঙ্গে ৫০ লাখ রুপি দিয়ে দেন এ ভক্ত। কিন্তু পরে বুঝতে পারেন, তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারণার বিষয়টি সিদ্ধার্থ মালহোত্রারও নজরে আসে। এরপরই ভক্তদের সতর্ক করেন অভিনেতা। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, আমার নাম করে সোশ্যাল মিডিয়াতে জালিয়াতি হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দাবি, তাদের সঙ্গে আমার পরিবারের যোগাযোগ আছে। আমি সবাইকে বলতে চাই, আমি বা আমার পরিবারের কেউ এই ধরনের কাজ সমর্থন করে না।’
মানুষ যাতে এই ধরনের জালিয়াতিতে বিশ্বাস না করেন, সেই আবেদনও করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘এই ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কারও কাছ থেকে যদি সন্দেহজনক অনুরোধ পান, অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।’
উল্লেখ্য, এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করে এই জালিয়াতির কথা জানান যুক্তরাষ্ট্রের বাসিন্দা মিনু। তিনি জানান, আলিজা ও হুসনা পারভিন নামে দু’জন সিদ্ধার্থকে নিয়ে মনগড়া একটি গল্প শুনিয়েছিলেন তাঁকে। সমস্ত গল্প বিশ্বাস করেই জালিয়াতির ফাঁদে পা দিয়েছিলেন সিদ্ধার্থের এ ভক্ত।
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত যুক্তরাষ্ট্রের প্রবাসী মিনু। অভিনেতার সবকিছুর খবর রাখেন তিনি। ফ্যান পেজ ও গ্রুপগুলোতে আপডেটের অপেক্ষায় থাকেন সব সময়। এক ফ্যান পেজের অ্যাডমিনদের কাছে থেকে খবর আসে, জীবন সংকটে আছেন সিদ্ধার্থ। স্ত্রী কিয়ারা আদভানি খুনের হুমকি দিয়ে ও কালো জাদু করে বিয়ে করেছেন তাঁকে। বর্তমানে সিদ্ধার্থ বেশ সংকটে আছেন, তাঁর টাকার খুব প্রয়োজন। প্রিয় তারকার বিপদ শুনে সঙ্গে সঙ্গে ৫০ লাখ রুপি দিয়ে দেন এ ভক্ত। কিন্তু পরে বুঝতে পারেন, তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারণার বিষয়টি সিদ্ধার্থ মালহোত্রারও নজরে আসে। এরপরই ভক্তদের সতর্ক করেন অভিনেতা। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, আমার নাম করে সোশ্যাল মিডিয়াতে জালিয়াতি হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দাবি, তাদের সঙ্গে আমার পরিবারের যোগাযোগ আছে। আমি সবাইকে বলতে চাই, আমি বা আমার পরিবারের কেউ এই ধরনের কাজ সমর্থন করে না।’
মানুষ যাতে এই ধরনের জালিয়াতিতে বিশ্বাস না করেন, সেই আবেদনও করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘এই ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কারও কাছ থেকে যদি সন্দেহজনক অনুরোধ পান, অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।’
উল্লেখ্য, এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করে এই জালিয়াতির কথা জানান যুক্তরাষ্ট্রের বাসিন্দা মিনু। তিনি জানান, আলিজা ও হুসনা পারভিন নামে দু’জন সিদ্ধার্থকে নিয়ে মনগড়া একটি গল্প শুনিয়েছিলেন তাঁকে। সমস্ত গল্প বিশ্বাস করেই জালিয়াতির ফাঁদে পা দিয়েছিলেন সিদ্ধার্থের এ ভক্ত।
একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
১ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
২ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪ ঘণ্টা আগে