Ajker Patrika

নতুন গানে ভেঙ্কটেশ-রামচরণকে নিয়ে দক্ষিণী মেজাজে সালমান

বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২: ৪০
নতুন গানে ভেঙ্কটেশ-রামচরণকে নিয়ে দক্ষিণী মেজাজে সালমান

সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া। 

কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। 

দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছেন সালমানদক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। 

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত