বিনোদন ডেস্ক
সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া।
কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
সময়টা যেন দক্ষিণী সিনেমার। বলিউড এত দিন তা স্বীকার না করলেও, বর্তমানে প্যান ইন্ডিয়া সিনেমার বাজারেও দক্ষিণের এই নিয়ন্ত্রণ বলিউডকে দিনে দিনে ঠিকই দক্ষিণমুখী করে তুলছে। ব্যবসা থেকে শুরু করে সর্বশেষ ‘আরআরআর’-এর অস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিতেও এখন বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণ। দক্ষিণী তারকারা বলিউডের লোভনীয় প্রস্তাব ফেরালেও পক্ষান্তরে বলিউড নিজে থেকেই দ্বারস্থ হচ্ছে দক্ষিণের কাছে। এর সর্বশেষ উদাহরণ আসন্ন সিনেমায় দক্ষিণী মেজাজে সালমান খানের হাজির হওয়া।
কয়েক দিন আগেই ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার গান ‘বাথুকাম্মায়’ দক্ষিণী স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন সালমান খান। সেখানে আবার তেলেগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার গতকাল মুক্তি পাওয়া নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নেচেছেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে দক্ষিণী মেজাজে নেচেছেন সালমান। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন তাঁদের দলে। নতুন এই গানটি গেয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব। মুক্তির ২২ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়েই চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৪ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৪ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
৮ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১০ ঘণ্টা আগে