বিনোদন ডেস্ক
বলিউডের সফল দুই অভিনেতা আমির খান ও কাজল। ব্যবসায়িক সফলতার সঙ্গে অভিনয়গুণ খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে তাদের। তবে ২০০০ সালে একটি সিনেমায় আমিরের বিপরীতে কাজ করতে চাননি কাজল। কেন কাজ করতে চাননি, প্রায় দুই যুগ পর ওই সিনেমার নির্মাতা বলিউড ধর্মেশ দর্শন তার ব্যাখ্যা দিয়েছেন।
ধর্মেশের পরিচালনায় ‘মেলা’ সিনেমায় কাজলকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় টুইঙ্কেল খান্নাকে কাস্ট করা হয়। কিন্তু কেন কাজল কাজটি করেননি তা নিয়ে এবার নির্মাতা কথা বলেছেন।
ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বরাতে হিন্দুস্তান টাইমস তাঁর বক্তব্য তুলে ধরেছে। ধর্মেশ বলেন, আমির খানের একাধিকবার ‘টেক’ নেওয়ার বদনাম ছিল। সেই কারণে মেলায় তাঁর সঙ্গে কাজ করতে চাননি বলিউড অভিনেত্রী কাজল।
ধর্মেশ আরও বলেন, ‘আসলে তিনি তখন আমিরের সঙ্গে কাজ করবেন কিনা ঠিক করতে পারছিলেন না। যদিও বহু পরে গিয়ে তিনি আমিরের সঙ্গে অভিনয় করেন। আসলে কাজল ওয়ান-টেক অভিনেতা এবং স্বতঃস্ফূর্তভাবেই অভিনয় করতেন। এদিকে আমির একাধিক টেক নেন।’
উল্লেখ্য, এরপর ২০০৬ সালে জুটি বেঁধে আমিরের সঙ্গে কাজ করেছেন কাজল। তাঁদের অভিনীত ‘ফানা’ সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এর ১৬ বছর পর গতবছর ‘সালাম ভেঙ্কি’তে ফের একসঙ্গে পর্দায় দেখা গেছে তাঁদের। মুখ্য ভূমিকায় দেখা না গেলেও একটি ক্যামিও চরিত্রে সেখানে অভিনয় করেন আমির।
বলিউডের সফল দুই অভিনেতা আমির খান ও কাজল। ব্যবসায়িক সফলতার সঙ্গে অভিনয়গুণ খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে তাদের। তবে ২০০০ সালে একটি সিনেমায় আমিরের বিপরীতে কাজ করতে চাননি কাজল। কেন কাজ করতে চাননি, প্রায় দুই যুগ পর ওই সিনেমার নির্মাতা বলিউড ধর্মেশ দর্শন তার ব্যাখ্যা দিয়েছেন।
ধর্মেশের পরিচালনায় ‘মেলা’ সিনেমায় কাজলকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় টুইঙ্কেল খান্নাকে কাস্ট করা হয়। কিন্তু কেন কাজল কাজটি করেননি তা নিয়ে এবার নির্মাতা কথা বলেছেন।
ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বরাতে হিন্দুস্তান টাইমস তাঁর বক্তব্য তুলে ধরেছে। ধর্মেশ বলেন, আমির খানের একাধিকবার ‘টেক’ নেওয়ার বদনাম ছিল। সেই কারণে মেলায় তাঁর সঙ্গে কাজ করতে চাননি বলিউড অভিনেত্রী কাজল।
ধর্মেশ আরও বলেন, ‘আসলে তিনি তখন আমিরের সঙ্গে কাজ করবেন কিনা ঠিক করতে পারছিলেন না। যদিও বহু পরে গিয়ে তিনি আমিরের সঙ্গে অভিনয় করেন। আসলে কাজল ওয়ান-টেক অভিনেতা এবং স্বতঃস্ফূর্তভাবেই অভিনয় করতেন। এদিকে আমির একাধিক টেক নেন।’
উল্লেখ্য, এরপর ২০০৬ সালে জুটি বেঁধে আমিরের সঙ্গে কাজ করেছেন কাজল। তাঁদের অভিনীত ‘ফানা’ সেই বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল। এর ১৬ বছর পর গতবছর ‘সালাম ভেঙ্কি’তে ফের একসঙ্গে পর্দায় দেখা গেছে তাঁদের। মুখ্য ভূমিকায় দেখা না গেলেও একটি ক্যামিও চরিত্রে সেখানে অভিনয় করেন আমির।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৫ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৭ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১০ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১২ ঘণ্টা আগে