বিনোদন ডেস্ক
মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, শাহরুখ খানের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ নিয়ে বিরোধিতা বাড়ছেই। ওই চলচ্চিত্রে অশ্লীলতার এবং গেরুয়া পোশাক ব্যবহারের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর পক্ষ থেকে আপত্তির পর এবার এক কট্টরপন্থী মুসলিম সংগঠন থেকে পাঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
মধ্যপ্রদেশের দ্য উলামা বোর্ডের পক্ষ থেকে ভারতজুড়ে ‘পাঠান’ সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই সংগঠনের সভাপতি সৈয়দ আনাস আলি বলেছেন, ‘সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে। শুধুমাত্র মধ্যপ্রদেশে নয় এই ছবি পুরো ভারতেই কোথাও মুক্তি দিতে দেব না।’
‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সম্মানিত পাঠানরা। শুধু পাঠানদের নয়, এই ছবিতে পুরো মুসলিম সম্প্রদায়ের মানহানি করা হয়েছে। সিনেমাটির নাম পাঠান, কিন্তু এতে নারীদের অশ্লীল নৃত্য করতে দেখা গেছে। এখানে পাঠানদের ভুলভাবে তুলে ধরা হয়েছে।’
নির্মাতাদেরকে চলচ্চিত্রটির শিরোনাম ও প্রধান চরিত্র শাহরুখ খানকে ‘চরিত্রের’ নাম পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তা না হলে এই সিনেমা আমরা ভারতে মুক্তি দিতে দেব না। প্রয়োজনে আইনি লড়াই করব এবং অভিযোগ দায়ের করব।
সিনেমাটির মুক্তি ঠেকাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়ে উলামা বোর্ডের সভাপতি বলে বলেন ‘এই বিষয়ে আমরা সেন্সর বোর্ডে লেখার সিদ্ধান্ত নিয়েছি।’
সিনেমার গানে গেরুয়া রঙের পোশাক ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্র। টুইটারে তিনি লিখেছিলেন, ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। যদি এই দৃশ্যগুলো বাতিল না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না। পাঠানের এই গানের দৃশ্যগুলো পরিচালকের নোংরা মানসিকতার পরিচয়।’
চার বছর বিরতির পর ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত পাঠান সিনেমাটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, শাহরুখ খানের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ নিয়ে বিরোধিতা বাড়ছেই। ওই চলচ্চিত্রে অশ্লীলতার এবং গেরুয়া পোশাক ব্যবহারের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠীর পক্ষ থেকে আপত্তির পর এবার এক কট্টরপন্থী মুসলিম সংগঠন থেকে পাঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
মধ্যপ্রদেশের দ্য উলামা বোর্ডের পক্ষ থেকে ভারতজুড়ে ‘পাঠান’ সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই সংগঠনের সভাপতি সৈয়দ আনাস আলি বলেছেন, ‘সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে। শুধুমাত্র মধ্যপ্রদেশে নয় এই ছবি পুরো ভারতেই কোথাও মুক্তি দিতে দেব না।’
‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সম্মানিত পাঠানরা। শুধু পাঠানদের নয়, এই ছবিতে পুরো মুসলিম সম্প্রদায়ের মানহানি করা হয়েছে। সিনেমাটির নাম পাঠান, কিন্তু এতে নারীদের অশ্লীল নৃত্য করতে দেখা গেছে। এখানে পাঠানদের ভুলভাবে তুলে ধরা হয়েছে।’
নির্মাতাদেরকে চলচ্চিত্রটির শিরোনাম ও প্রধান চরিত্র শাহরুখ খানকে ‘চরিত্রের’ নাম পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তা না হলে এই সিনেমা আমরা ভারতে মুক্তি দিতে দেব না। প্রয়োজনে আইনি লড়াই করব এবং অভিযোগ দায়ের করব।
সিনেমাটির মুক্তি ঠেকাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়ে উলামা বোর্ডের সভাপতি বলে বলেন ‘এই বিষয়ে আমরা সেন্সর বোর্ডে লেখার সিদ্ধান্ত নিয়েছি।’
সিনেমার গানে গেরুয়া রঙের পোশাক ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্র। টুইটারে তিনি লিখেছিলেন, ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। যদি এই দৃশ্যগুলো বাতিল না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না। পাঠানের এই গানের দৃশ্যগুলো পরিচালকের নোংরা মানসিকতার পরিচয়।’
চার বছর বিরতির পর ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত পাঠান সিনেমাটি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
১ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর।
২ ঘণ্টা আগেআর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
১২ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১২ ঘণ্টা আগে