মেয়ে রাহাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক
Thumbnail image

বড় দিনে সবাইকে চমকে দিয়ে অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। এত দিন পাপারাজ্জিদের ছবি তুলতে বারণ করলেও, আজ কন্যা রাহাকে সবার সামনে এনেছেন বলিউডের এ তারকা দম্পতি।

এদিন সাদা-গোলাপি ফ্রকে পায়ের লাল ভেলভেট জুতোয় বাবার কোলে দেখা মিলেছে রাহার। কালোর ওপর লাল ফুলেল প্রিন্টের ওয়ান পিসে ছিলেন আলিয়া ভাট। আর রণবীরের পরনে ছিল কালো টি-শার্ট, একই রঙের ডেনিম জ্যাকেট আর জিনস।

অধিকাংশ নেটিজেনদের মতে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের প্রতিচ্ছবি নাতনি। রাহার বড়বড় চোখ আর মিষ্টি হাসিতে মুগ্ধ সবাই। একজন লিখেছেন, ‘পুরো ঠাকুর্দার মুখ বসানো, ঋষি স্যারের কথা মনে পড়ে যাচ্ছে’। অপর আরেকজন লিখেছেন, ‘পুরো পুতুল তো! কী মিষ্টি লাগছে খুদে আলিয়াকে।’

রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে কন্যা রাহাউল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী। গত বছরের ৬ই নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে রাহা। গত মাসেই এক বছর পূর্ণ করেছে রাহা। এক বছর এক মাস বয়স হতেই মেয়েকে সবার সামনে আনলেন তারকা দম্পতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত