বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে শাড়ি পরা ভারতীয় নারী রূপে কিছু ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন ‘শাড়ি, ভালোবাসা’।
২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয় জগতে পা রাখেন ‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়াঁ’ ধারাবাহিকের মাধ্যমে। ২০১৪ সালে মারাঠি সিনেমা ‘ভিট্টি দন্ডু’র মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়।
বলিউডে ম্রুনালের অভিষেক হয় হৃতিক রোশনের বিপরীতে বিকাশ বহলের পরিচালনায় ‘সুপার ৩০’ সিনেমা দিয়ে। এরপর একে একে ‘বাটলা হাউস’, ‘ঘোস্ট স্টোরিজ়’, ‘তুফান’ ও ‘ধামাকা’ সিনেমায় দেখা যায় তাঁকে।
বলিউডে শুরুর যাত্রাটা মসৃণ ছিল না ম্রুনালের। সে কথাই নিজ মুখে জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় বলিউড পোর্টাল বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুনাল বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে খারাপ আচরণ করা হতো, আমি বাড়ি ফিরে কেবল কাঁদতাম। বাবা-মাকে বলেছিলাম, আমার এই পেশা আর ভালো লাগছে না। কিন্তু ওনারাই ছিলেন আমার সাফল্যের স্তম্ভ। তাঁরা আমাকে দশ বছর পরের কথা চিন্তা করতে বলেছিলেন। বলেছিলেন, একটা সময় পর আমাকে দেখেও মানুষ অনুপ্রাণিত হবে। তাঁদেরও এটাই মনে হবে, আমি পারলে তাঁরাও পারবেন।’
গত বছর দুলকার সালমানের বিপরীতে তেলুগু সিনেমা ‘সীতা রামাম’ এ ম্রুনালের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে শাড়ি পরা ভারতীয় নারী রূপে কিছু ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন ‘শাড়ি, ভালোবাসা’।
২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয় জগতে পা রাখেন ‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়াঁ’ ধারাবাহিকের মাধ্যমে। ২০১৪ সালে মারাঠি সিনেমা ‘ভিট্টি দন্ডু’র মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়।
বলিউডে ম্রুনালের অভিষেক হয় হৃতিক রোশনের বিপরীতে বিকাশ বহলের পরিচালনায় ‘সুপার ৩০’ সিনেমা দিয়ে। এরপর একে একে ‘বাটলা হাউস’, ‘ঘোস্ট স্টোরিজ়’, ‘তুফান’ ও ‘ধামাকা’ সিনেমায় দেখা যায় তাঁকে।
বলিউডে শুরুর যাত্রাটা মসৃণ ছিল না ম্রুনালের। সে কথাই নিজ মুখে জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় বলিউড পোর্টাল বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুনাল বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে খারাপ আচরণ করা হতো, আমি বাড়ি ফিরে কেবল কাঁদতাম। বাবা-মাকে বলেছিলাম, আমার এই পেশা আর ভালো লাগছে না। কিন্তু ওনারাই ছিলেন আমার সাফল্যের স্তম্ভ। তাঁরা আমাকে দশ বছর পরের কথা চিন্তা করতে বলেছিলেন। বলেছিলেন, একটা সময় পর আমাকে দেখেও মানুষ অনুপ্রাণিত হবে। তাঁদেরও এটাই মনে হবে, আমি পারলে তাঁরাও পারবেন।’
গত বছর দুলকার সালমানের বিপরীতে তেলুগু সিনেমা ‘সীতা রামাম’ এ ম্রুনালের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
১ মিনিট আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৯ মিনিট আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
১৪ মিনিট আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৩ ঘণ্টা আগে